অরিজিৎ সিং গাঁ’জা খায়? জুবিনকে মদ ছেড়ে গাঁ’জা খাওয়ার পরামর্শ দিয়েছিলেন ভারত খ্যাত গায়ক! কেন শোনেননি জুবিন?

বাংলার সঙ্গীত দুনিয়ার দুই ভিন্ন মেরুর নাম—অরিজিৎ সিংহ ও জুবিন গর্গ। এক জনের গলায় আবেগে ভিজে থাকা প্রেম, অন্য জনের কণ্ঠে বিদ্রোহ ও ব্যথা। কিন্তু জানেন কি, এক সময় এঁদের মধ্যে নেশা নিয়ে হয়েছে রীতিমতো ‘গোপন আড্ডা’?

জুবিন এক সাক্ষাৎকারে খোলসা করেছিলেন চাঞ্চল্যকর তথ্য—অরিজিৎ তাঁকে নাকি মদ ছেড়ে গাঁজা ধরতে বলেছিলেন! অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই দাবি করেছিলেন অসমের প্রয়াত গায়ক।

জুবিনের নিজের কথায়, “অরিজিৎ গাঁজা খায়, আমি মদ খাই। ও আমার ভাই। ও রয়েছে এয়ারফোর্সে, আমি রয়েছি সমুদ্রে। ও অনেক বার বলেছে, এয়ারফোর্সে আসতে। আমি শুনিনি। আমার ধোঁয়া অসহ্য লাগে।”

এখানে ‘এয়ারফোর্স’ মানে গাঁজা, আর ‘সমুদ্র’ মানে মদ। অর্থাৎ, অরিজিৎ নাকি নিজেই গাঁজার নেশায় ডুবতেন, আর বন্ধুকে বলেছিলেন মদ ছেড়ে সেই পথে হাঁটতে! কিন্তু জ়ুবিন তাতে রাজি হননি।

প্রশ্ন উঠছে—সত্যিই কি অরিজিৎ গাঁজায় আসক্ত? নাকি জ়ুবিন মজা করে এ কথা বলেছিলেন? গায়ক নিজে কখনও মুখ খোলেননি। কিন্তু এই মন্তব্য এখন নতুন করে আলোচনার ঝড় তুলেছে।

জানা যায়, বোনের মৃত্যুর পর থেকেই জ়ুবিন মদে আরও বেশি আসক্ত হয়ে পড়েন। অতিরিক্ত মদ্যপানের জেরে তাঁর কণ্ঠস্বরও ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে শোনা যায়। তবু তিনি নেশা ছাড়তে পারেননি।

আরও পড়ুনঃ দর্শকদের দাবি মেনে ফের অনুরাগের ছোঁয়ায় সুদীপার নায়ক হয়ে এন্ট্রি নিতে চলেছেন দিব্যজ্যোতি? দ্বিতীয় অধ্যায়ে কোন চরিত্রে, কি নামে ফিরছেন নায়ক?

মাত্র ৫২ বছর বয়সে জ়ুবিনের মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা অসম ও সঙ্গীত জগৎ। তবে মৃত্যুর পরও থেকে গেল এক বিতর্ক—অরিজিৎ সিংহ কি সত্যিই গাঁজা সেবন করেন? আর যদি করেন, তবে কেন তিনি অন্যকে সেই পথে হাঁটার উপদেশ দিতেন?€