বাংলা টেলিভিশনে এর আগে কখনও ধারাবাহিকে সিজেন বদলের মতো পরীক্ষা-নিরীক্ষা হয়নি। অথচ বছরের পর বছর ধরে চলতে থাকা ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) এবার যেন নতুন দিশা পেয়েছে। এতদিন সূর্য-দীপার কাহিনিই ছিল দর্শকদের আসল টান, তবে এখন গল্প পুরোপুরি নতুন আঙ্গিকে ঘুরে গিয়েছে। বদল এসেছে নায়ক-নায়িকাতেও। যেখানে আগে ‘দিব্যজ্যোতি দত্ত’ (Dibyojyoti Dutta) ছিলেন প্রধান পুরুষ চরিত্রে, সেখানে এখন এসেছেন রাহুল মজুমদার। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন ‘স্বস্তিকা ঘোষ’ (Swastika Ghosh)।
ধারাবাহিকের নাম অপরিবর্তিত রেখেই শুরু হয়েছে একদম আলাদা অধ্যায়। কিছুদিন আগে পর্যন্ত এই ধারাবাহিক নিয়ে একাধিকবার শেষ হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু শেষ হওয়ার বদলে প্রতিবারই গল্পে এসেছে নতুন মোড়। দর্শকরাও আগ্রহ নিয়ে সেই নতুনত্ব গ্রহণ করেছেন। তাই এবার নায়ক পরিবর্তনের ঘোষণা পর থেকেই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে ভেবেছিলেন হয়তো এটাই ধারাবাহিকের শেষ অধ্যায় হবে, কিন্তু নতুন প্রেমকাহিনির টানে আবারো জমজমাট হয়ে উঠেছে প্লট।
নতুন এই গল্পে মুখ্য চরিত্রে রয়েছেন স্বস্তিকা ঘোষ, তবে তাঁর চরিত্রের নামও পাল্টে হয়েছে ‘সুদীপা’। তাঁকে ঘিরেই রাহুল ও তিয়াশার সঙ্গে তৈরি হয়েছে এক ত্রিকোণ প্রেমকাহিনি। আগে একাধিকবার বছরের লিপ, চরিত্রের পরিবর্তন, কিংবা নতুন চরিত্রের প্রবেশ ঘটলেও এবারকার রদবদলকে দর্শকরা দেখছেন একেবারেই ভিন্নভাবে। সামাজ মাধ্যমে এই নিয়ে চলছে নানা আলোচনা। কেউ খুশি নতুন কাহিনিতে, কেউ আবার মনে করছেন পুরোনো জুটি ছাড়া গল্পে সেই আগের আবেগ থাকবে না। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দিব্যজ্যোতিকে ঘিরে।
তাঁর অনুপস্থিতিতে অনুরাগীদের অনেকেই হতাশ। এমনকি ভক্তদের কেউ কেউ নিজের কল্পনায় প্রোমো তৈরি করে লিখছেন, কীভাবে দিব্যজ্যোতির চরিত্র আবার ফিরতে পারে। এক ভক্ত একটি পোস্টার তৈরি করে সমাজ মাধ্যমে লেখেন, “অনুরাগের ছোঁয়ার এটা নতুন প্রোমো! সুদীপার হিরো হয়ে ফিরছে দিব্য, নতুন নাম কর্ণ!” প্রথমে সূর্য-দীপার ভক্তরা এটাকে সত্যি ভেবে ধরে নিলেও, পরে বোঝা যায় যে নিতান্তই আবেগের বসে বানানো এটা। কারণ অভিনেতা নিজেই আগেই জানিয়েছেন, আপাতত ছোট পর্দায় ফেরার পরিকল্পনা তাঁর নেই।
আরও পড়ুনঃ Zubeen Garg Wife: স্বামীর তীব্র খ্যাতির আড়ালে থেকেও তিনি ছিলেন আলোচনায়, জুবিনের মৃ’ত্যুর পর কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী গরিমা
তিনি এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন সৃজিত মুখার্জির আসন্ন ছবি নিয়ে। তাই এখনকার গল্পে তাঁর ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তবু দর্শকরা আশা ছাড়ছেন না। কারণ এই ধারাবাহিকের ইতিহাসই বলছে— গল্প যখনই বাঁক নিয়েছে, তখনই এসেছে চমক। অনেকে মনে করছেন, যদি কখনও সত্যিই দিব্যজ্যোতি ফিরে আসেন, তবে সেটা হবে দর্শকদের জন্য আবেগঘন মুহূর্ত। আপাতত ‘অনুরাগের ছোঁয়া’র নতুন অধ্যায়, নতুন নায়ক-নায়িকা আর বদলে যাওয়া গল্প নিয়েই জমে উঠছে। এখন দেখার, সূর্য-দীপা ছাড়া কতদিন সাফল্য