বাংলার টেলিভিশন জগতের সম্পর্কে এবার সরাসরি মুখ খুলে অভিনেত্রী অনামিকা সাহা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বাংলা ধারাবাহিকের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মতামত জানালেন। দর্শকরা বর্তমানে স্টার জলসায় দেখতে পায় ‘চিরসখা’ ধারাবাহিক, কিন্তু এবার তিনি সেই সিরিয়ালের গল্পের প্রতি নিজের অসন্তোষ প্রকাশ করলেন।
অনামিকা সাহা জানিয়েছেন, “চিরসখা ধারাবাহিকের গল্প এখন একেবারেই জগাখিচুড়ি হয়ে গেছে। আগে লীনা গাঙ্গুলীর ধারাবাহিকের কথা ভেবেই মনে করেছিলাম একটি ভালো কাজ হবে, কিন্তু এখন দেখছি গল্পের ধারা যেন একেবারেই মেনে নেওয়া যাচ্ছে না।” অভিনেত্রী অকপটভাবে স্বীকার করেছেন যে তিনি আগাগোড়াই বাংলা সিরিয়ালে আসার ইচ্ছা রাখেননি।
তিনি আরও বললেন, “ বর্তমান বাংলা ধারাবাহিকগুলো মূলত প্রেমভিত্তিক হয়ে গেছে। গল্পের নানা মোড় যেন বাস্তবতার সঙ্গে মিলছে না।” অনামিকার এই মন্তব্যে স্পষ্ট যে তিনি বর্তমানে ধারাবাহিকের কনটেন্ট নিয়ে সন্তুষ্ট নন।
আরও পড়ুনঃ পারিবারিক বিনোদনে সম’কামিতা, প্রশ্নের মুখে ‘তুই আমার হিরো’-তে সায়কের চরিত্র! ছেলে-ছেলের প্রেম এখন প্রাইমটাইমে, বদলাচ্ছে কি বাংলা টিভির ভাষা? ধারাবাহিকের গল্পে এই পরিবর্তনের জন্য বাঙালি দর্শক কি মানসিকভাবে প্রস্তুত?
এছাড়া অভিনেত্রী দর্শকদের উদ্দেশ্যেও একটি বার্তা রেখেছেন। তিনি চান, বাংলা ধারাবাহিকের গল্প যেন আরও স্বচ্ছন্দ ও বাস্তবমুখী হয়। প্রেমের পাশাপাশি নান্দনিকতা, সম্পর্ক এবং সামাজিক বিষয়গুলোও যেন গল্পে প্রতিফলিত হয়। এই পরিবর্তন দর্শকদের আরও আকৃষ্ট করতে পারে বলে মনে করেন অভিনেত্রী অনামিকা সাহা।