‘কত টাকা দেন লক্ষ্মীর ভাণ্ডারে? সে তো ব্লাউজ কিনতেই চলে যায়! এটা করে কি তুড়ি মেরে বেরিয়ে যাবেন প্রত্যেকবার?’ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে ক’টাক্ষ পাপিয়া অধিকারীর

পশ্চিমবঙ্গ সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আওতায় মহিলাদের জন্য মাসিক টাকা দেওয়ার প্রকল্প বেশ চর্চিত রাজ্যের মহিলাদের মধ্যে। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল মহিলাদের আর্থিক স্বাবলম্বিতা বৃদ্ধি করা। তবে, বর্তমানে অনেকেই অভিযোগ করেছে কত দিন সবুজ শিবির এই প্রকল্প দিয়ে ভোটে জিতবে?

সম্প্রতি, অভিনেত্রী পাপিয়া অধিকারী সরাসরি অভিযোগ করেছেন যে, ‘কত টাকা দেন লক্ষ্মীর ভাণ্ডারে? সে তো ব্লাউজ কিনতেই চলে যায়! এটা করে কি তুড়ি মেরে বেরিয়ে যাবেন প্রত্যেকবার?’এই মন্তব্যে তিনি প্রকল্পের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

পাপিয়া অধিকারীর এই মন্তব্যে স্থানীয় জনগণের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কিছু মানুষ তাঁর বক্তব্যের সমর্থন করেছেন, তবে অনেকেই তাঁর মন্তব্যের বিরোধিতা করেছেন। তাঁদের মতে, প্রকল্পের টাকা ব্যক্তিগত খরচের জন্য ব্যবহার করা উচিত, তবে তা সঠিকভাবে ব্যয় করা প্রয়োজন। অনেকেই তার প্রশ্নের উত্তরে মন্তব্য করেন ‘একজন দরিদ্র বৃদ্ধার কাছে এটা বলবেন যাদের কেউ দেখার নেই তাদের কাছে উত্তরটা পেয়ে যাবেন’।

আবার অনেকে বলেছেন ‘মাসিমা ওটা তে গরিবের সংসার চলে।। আপনার মতো দামী ব্লাউজ শাড়ি পড়ার সৌভাগ্য এই বাংলার অনেক মা বোনের নেই’। আবার অনেকে দাবি করেছেন ‘তাহলে পাপিয়া লক্ষী ভান্ডার নেয় স্বীকার করলো… আর পাপিয়া ব্লাউজ পরে আজ সবাইকে জানালো’। এই নিয়ে সমাজ মাধ্যমে বিতর্কের ঝড় পাপিয়া অধিকারীর প্রশ্ন ঘিরে।

আরও পড়ুনঃ দারুন সুখবর! নস্টালজিয়া উস্কে ‘বোঝেনা সে বোঝেনা’-র জনপ্রিয় জুটি ফের প্রধান চরিত্রে! দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় নতুন গল্পে ফিরছেন দেবপর্ণা-কৌশিক জুটি! আসছে কোন নতুন ধারাবাহিক?

এখন দেখার বিষয়, পাপিয়া অধিকারীর এই মন্তব্য প্রকল্পের কার্যকারিতায় কী প্রভাব ফেলে এবং রাজনৈতিক মহলে এই নিয়ে কোন বিতর্ক তৈরি হয় কি না।