টলিউডের জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। কখন কে কার সঙ্গে প্রেম করছেন, আবার কে কবে বিয়ের পিঁড়িতে বসছেন— এই প্রশ্ন ঘুরে ফিরে আসে সোশ্যাল মিডিয়ায় ও বিনোদনপ্রেমীদের আলোচনায়। বিশেষ করে প্রথম সারির তারকা দেব ও রুক্মিণী মৈত্রকে ঘিরে বছরের পর বছর ধরে চলছে নানা জল্পনা-কল্পনা।
সম্প্রতি মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘রঘু ডাকাত’। সিনেমাটি নিয়ে দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র হলেও দেবের অভিনয় প্রশংসা কুড়িয়েছে অনেকের কাছেই। অ্যাকশন ও ইমোশন মিশ্রিত এই ছবিতে দেব এক নতুন লুকে হাজির হয়েছেন। চরিত্রে তাঁর আত্মনিবেদন ইতিমধ্যেই অনুরাগীদের মন জয় করেছে।
‘রঘু ডাকাত’-এর পাশাপাশি দেব এখন তাঁর আসন্ন কয়েকটি প্রজেক্ট নিয়েও ব্যস্ত। রাজনৈতিক জীবন, প্রযোজনা এবং অভিনয়— তিন দিকেই সমান মনোযোগ দিচ্ছেন তিনি। একের পর এক ছবিতে নিজের ভিন্নতর চরিত্র দিয়ে দর্শকদের চমক দিতে প্রস্তুত এই সুপারস্টার।
তবে অভিনয় ছাড়াও দেবের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ তুঙ্গে। রুক্মিণীর সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক নিয়ে আগেও বহুবার প্রশ্ন উঠেছে। ভক্তদের একাংশের দাবি, এ বার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জনপ্রিয় জুটি। টলিউডে ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।
আরও পড়ুনঃ “সাতটা ধারাবাহিকে কাজ করে বুঝেছি…খারাপ লাগছে, কিন্তু এটাই শেষ না!”— পুজোর পরই টিআরপিতে ধস, কী বললেন ‘পরশুরাম আজকের নায়ক’-এর নায়িকা তৃণা?
এক সাক্ষাৎকারে দেব জানিয়েছেন, “আমি কোনও খান হতে চাই না, দেব হয়েই ভালো আছি। বিয়ে ভাগ্যের ব্যাপার। তবে এই নয় যে আমি বিয়ে করতে চাই না। একটা প্ল্যান চলছে, খুব শীঘ্রই সবাই জানতে পারবে।” তাঁর এই মন্তব্যেই ফের গুঞ্জন শুরু— রুক্মিণী মৈত্রের সঙ্গেই কি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের এই ‘দেব’?