সম্প্রতি টিআরপি তালিকায় বড়সড় বদল দেখা গেছে। একসময় সবার শীর্ষে থাকা ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ এবারে প্রথম পাঁচের বাইরে চলে গেছে। পুজোর মরসুমে একাধিক নতুন পর্ব ও অনুষ্ঠান সম্প্রচারের ফলে দর্শকসংখ্যার এই ওঠানামা ঘটেছে বলে মনে করছেন অনেকে।
তবে এই ফলাফল নিয়ে একদমই বিচলিত নন নায়িকা তৃণা সাহা। অভিনেত্রীর কথায়, “সাতটা ধারাবাহিকে কাজ করে বুঝেছি, আমার জন্য টিআরপি না বাড়ে, না কমে। সবটাই দর্শকের মনের উপর নির্ভর করে। কখন কোন গল্প তাঁদের পছন্দ হবে, তা বলা মুশকিল।”
তৃণা আরও বলেন, “খারাপ লাগছে না—এমন নয়। কিন্তু এটা তো শেষ সপ্তাহ নয়। এখনও অনেক সময় আছে। আমরা আরও মন দিয়ে কাজ করব।” অভিনেত্রীর এই শান্ত ও ইতিবাচক মনোভাব ভক্তদেরও অনুপ্রাণিত করেছে।
অন্যদিকে, চলতি সপ্তাহে টিআরপি তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। দিতিপ্রিয়া রায় এবং জীতু কমল অভিনীত এই সিরিজের জনপ্রিয়তা এখন তুঙ্গে। দর্শকেরা আর্য ও অপর্ণার রোমান্টিক রসায়ন নিয়ে মাতোয়ারা।
আরও পড়ুনঃ “আমি নিজের জীবন দিয়ে দেখেছি…লক্ষীমন্ত কথাটায় বিশ্বাসী নই!” “লক্ষী হয়ে লাভ নেই, চণ্ডী হয়ে মুখ খুলতে শিখুন!”— সামাজিক ধারণাকে চ্যালেঞ্জ করলেন অপরাজিতা আঢ্য! নারীর নীরবতা নয়, প্রতিবাদই হোক শক্তি, বার্তা তাঁর!
এখন দেখার বিষয়, পরের সপ্তাহে কি আবার নিজের পুরনো জায়গায় ফিরতে পারবে ‘পরশুরাম আজকের নায়ক’? তটিনী ও পরশুরামের গল্প কি আবার ছুঁতে পারবে দর্শকের মন? উত্তর পাবে টেলিভিশনপ্রেমী মহল আগামী সপ্তাহেই।