টেলিভিশনের পর্দায় জনপ্রিয়তা অর্জন করা অভিনেত্রী রত্নপ্রিয়া দাসকে এবার এক নতুন ভূমিকায় দেখতে চলেছেন দর্শকরা। নায়িকা হিসেবে তাঁর অভিনয় মনে গেঁথে আছে দর্শকের মনে, তবে এবার আর সেই চেনা অবস্থানে নয়, বরং আসছেন পার্শ্বচরিত্রে।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক উড়ান-এ রত্নপ্রিয়াকে শেষবার দেখা গিয়েছিল নায়িকা হিসেবে, বিপরীতে ছিলেন প্রতীক সেন। তাঁদের জুটির রসায়ন দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই তাঁদের ফের একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষা বেড়েছিল। যদিও প্রতীক ইতিমধ্যেই সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ফেলেছেন—জি বাংলার ধারাবাহিক দাদামণি-তে রাজকীয় প্রত্যাবর্তন করে। অন্যদিকে, রত্নপ্রিয়ার প্রত্যাবর্তন নিয়ে নানান গুঞ্জন চলছিল, বিশেষত জি বাংলায় তাঁর নতুন কাজের সম্ভাবনা নিয়ে।
অবশেষে সূত্রের মাধ্যমে জানা গেছে, রত্নপ্রিয়া এবার ফিরছেন সান বাংলার পর্দায়। আসছে নতুন ধারাবাহিক রূপমতী, যা একেবারে রূপকথার আবহে গড়া। তবে এখানে তিনি নায়িকা নন, বরং রূপমতীর মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে, আর খুব শিগগিরই সম্প্রচারিত হতে চলেছে এই ধারাবাহিক। নায়িকার ভূমিকায় থাকবেন জয়িতা সান্যাল, যিনি এবার প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
গল্পের কাহিনিতে রয়েছে রাজকুমারের চরিত্রও,রাজপুত্র দেবদত্তের ভূমিকায় দেখা যাবে অয়ন ঘোষকে। ডায়মন্ডদিদি জিন্দাবাদ-এ নায়কের চরিত্রে দর্শকের মন জয় করা অয়ন এবার নতুন মেগায় কেমন অভিনয় করেন, সেটাই দেখার।
আরও পড়ুনঃ “আমি যদি আমার যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক চাই, তাহলে আমাকে বাদ দিয়ে দেবে”— টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা সত্যম মজুমদারের গলায় অকপট স্বীকারোক্তি!২৭ বছরের অভিনয়জীবনে আজ কাজহীন অনিশ্চয়তায়!
কাহিনী শুরু হবে রূপনগরে রাজ্যাভিষেকের দিন, যখন রাক্ষসদের কালো ছায়া রাজত্বকে গ্রাস করতে শুরু করে। ভাগ্যের পরিহাসে রাজকন্যা রূপমতী নির্বাসিত হবে তপবনে, যেখানে সে নিজেকে গড়ে তুলবে এক যোদ্ধা হিসেবে।