আমাকে নিয়ম শেখাতে আসবেন না আমার সব জানা আছে! কেবিসির মঞ্চে অমিতাভ বচ্চনের মতো কিংবদন্তির সামনে খুদে প্রতিযোগীর কথা বলার ধরণ দেখে স্তব্ধ নেটপাড়া

সোশ্যাল মিডিয়ায় এখন চর্চার কেন্দ্রবিন্দু পঞ্চম শ্রেণীর ছাত্র ঈশিত ভাট। কৌন বনেগা ক্রোড়পতি (KBC)–র ১৭তম সিজনে প্রতিযোগী হিসেবে হাজির হয়েছিল গুজরাটের এই খুদে। কিন্তু অনুষ্ঠানের পর থেকে নেটদুনিয়ায় একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে তার দিকে।

কেউ বলছেন, “খুবই পাকা ছেলে!” — আবার কেউ সরাসরি বলছেন “অসভ্য”। এমনকি অনেকেই ঈশিতের বাবা-মায়ের উপরও আঙুল তুলেছেন — “সঠিক শিক্ষা পেলে এমন ব্যবহার করত না,” মন্তব্য একাধিক নেটিজেনের।

ঘটনার সূত্রপাত কেবিসির মঞ্চেই। অমিতাভ বচ্চনের সঙ্গে হটসিটে বসেই ঈশিতের ব্যবহার দেখে বিস্মিত দর্শকরা। খেলার নিয়ম বোঝাতে গেলে ঈশিত স্পষ্ট জানিয়ে দেয়, সে সব নিয়ম জানে, তাই বোঝানোর দরকার নেই। এমনকি, প্রশ্নের সঙ্গে উত্তর বিকল্প পড়তে গিয়েও বিগ বি–কে থামিয়ে দেয় সে।

আরও পড়ুনঃ দুর্গাপুর ধ’র্ষণ কান্ডে মুখ্যমন্ত্রীর ‘রাত ৮টা’ মন্তব্যে ক্ষোভ টলিপাড়ায়, সোশ্যাল মাধ্যমে সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ঋদ্ধি-ঋত্বিক-রুদ্রনীলের

এই দৃশ্য প্রকাশ্যে আসতেই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। অনেকের দাবি, এত ছোট বয়সে এতটা আত্মবিশ্বাস দেখানো ঠিক নয়, বিশেষ করে অমিতাভের মতো বর্ষীয়ান ব্যক্তিত্বের সামনে। অমিতাভ বচ্চন নিজেও বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। তাঁর কথায়, “কখনও কখনও বাচ্চারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ভুল করে ফেলে।” তবে ঈশিতের পরিবার এখনো পর্যন্ত এই সমালোচনার জবাব দেয়নি। ভিডিওটি ভাইরাল হলেও তারা নীরব রয়েছেন। ঘটনার পর অনেকে বলছেন, এই বিতর্ক থেকে শিক্ষা নেওয়া দরকার সকলের — আত্মবিশ্বাস ভালো, কিন্তু তা যেন বিনয়ের সীমা না ছাড়ায়।

 

View this post on Instagram

 

A post shared by truth. (@thetruth.india)