নিজের কাকা-পিসিদের সঙ্গে সুস্মিতার আলাপ করালেন সাহেব, ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল! পরিবারের সঙ্গে সাক্ষাৎ কি নিছকই সৌজন্য, নাকি এবার বেজেছে বিয়ের ঘণ্টা?

টলিউডে এখন একের পর এক বিয়ের খবরে মুখর বিনোদন দুনিয়া। সদ্য সাতপাকে বাঁধা পড়েছেন মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তী। শোনা যাচ্ছে, খুব শিগগিরই বিয়ে হতে পারে রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলিরও। এই আবহেই নতুন করে আলোচনায় উঠে এলেন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে।

ধারাবাহিক কথা-র হাত ধরেই সাহেব ও সুস্মিতার ঘনিষ্ঠতা তৈরি হয় বলে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন। সিরিয়াল শেষ হলেও তাঁদের সম্পর্ক যে অটুট, তা একসঙ্গে মঞ্চানুষ্ঠান ও নাটকে কাজ করার মধ্যেই স্পষ্ট। সম্প্রতি নাট্যপরিচালক অবন্তী চক্রবর্তীর পরিচালনায় ‘সিরাজ’ নাটকেও একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। তাই তাঁদের ঘিরে চর্চা নতুন নয়।

এই জল্পনায় নতুন রসদ জুগিয়েছে একটি ভাইরাল ভিডিও। সেখানে দেখা যায়, সাহেব তাঁর কাকা ও পিসিদের সঙ্গে সুস্মিতার পরিচয় করিয়ে দিচ্ছেন। পরিবারের সদস্যদের সঙ্গে এমন ঘনিষ্ঠ আলাপ দেখে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, তা হলে কি বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিষয়টি জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল সুস্মিতার সঙ্গে।

সব জল্পনায় জল ঢেলে দিয়ে সুস্মিতা সাফ জানিয়ে দেন, ভিডিওটি পুরনো। তিনি বলেন, বারবার তাঁদের বিয়ে নিয়ে কেন এত আলোচনা হচ্ছে, সেটাই তাঁর কাছে আশ্চর্যের। তাঁর কথায় স্পষ্ট, এই মুহূর্তে বিয়ের কোনও পরিকল্পনা নেই। যদিও টেলিপাড়ায় অন্য গুঞ্জনও শোনা যাচ্ছে। সম্প্রতি নাকি সাহেব ও সুস্মিতা একসঙ্গে উটিতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে সাহেবের পরিবারের আত্মীয়দের সঙ্গে আলাপ করাতেই নাকি এই সফর।

আরও পড়ুনঃ “একটা বরের তিনটে বউ, একটা বউয়ের চারটে বর…সবই নাকি অবাস্তব!” কটাক্ষের জবাবে মুখ খুললেন লীনা গঙ্গোপাধ্যায়! কেন তিনি ভালোবাসায় বিশ্বাস করতে পারেন না? বাস্তবের পর’কীয়া আর ভাঙা সম্পর্কের কোন অভিজ্ঞতা তাঁকে এমন গল্প ভাবতে বাধ্য করে?

তবে নিজের অবস্থান আগেই পরিষ্কার করেছেন সুস্মিতা। তিনি জানিয়েছেন, ২৮ জানুয়ারি তাঁর জন্মদিন এবং ওই দিন তিনি ২৮ বছরে পা দেবেন। বিয়ের জন্য তাঁর বা তাঁর পরিবারের কোনও তাড়া নেই। আপাতত পুরো মনোযোগ কাজেই দিতে চান তিনি। ফেব্রুয়ারি থেকে নতুন সিরিজের শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেত্রী। ফলে আপাতত সাতপাক নয়, কাজই তাঁর জীবনের প্রধান অগ্রাধিকার।

You cannot copy content of this page