দুর্গাপুর ধ’র্ষণ কান্ডে মুখ্যমন্ত্রীর ‘রাত ৮টা’ মন্তব্যে ক্ষোভ টলিপাড়ায়, সোশ্যাল মাধ্যমে সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ঋদ্ধি-ঋত্বিক-রুদ্রনীলের

দুর্গাপুরে মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণ কাণ্ড নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি তিনি বলেন, “বিশেষ করে মেয়েদের বেশি রাতে বেরনো উচিত নয়।” আর এতেই চঞ্চল টলিউড (Tollywood)। অভিনেতা-অভিনেত্রীরা সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন এই মন্তব্যকে কেন্দ্র করে। অনেকে প্রশ্ন তুলেছেন—রাত নামলেই কি নারীরা আর রাস্তায় বেরোতে পারবেন না?

বিতর্ক বাড়তে থাকলে মুখ্যমন্ত্রী জানান, তাঁর বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে। তাঁর দাবি, “আমার কথা বিকৃত করে দেখানো হয়েছে। সাংবাদিকরা প্রশ্ন করেন, আমি উত্তর দিই, তারপর সেটাকে ঘুরিয়ে ছড়িয়ে দেওয়া হয়। এইভাবে রাজনীতি করবেন না।” কিন্তু ততক্ষণে টলিপাড়ার তারকাদের প্রতিক্রিয়ায় ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলেছেন, এই ধরনের মন্তব্য নারীদের স্বাধীনতার প্রতি সরাসরি আঘাত।

অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen) নিজের অবস্থান স্পষ্ট করে লিখেছেন, “তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নিয়ম অনুযায়ী রাত ৮টার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোনো নিষিদ্ধ করা হোক।” তাঁর এই তীব্র ব্যঙ্গাত্মক পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অন্যদিকে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও (Ritwick Chakraborty) প্রশ্ন তোলেন, “ছেলেরা দুপুরে ধুতি পরে বাইরে যেতে পারবে তো?”—এই বক্তব্যে তিনি লিঙ্গভিত্তিক বৈষম্যের বিষয়টি তুলেছেন সামনে।

অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), যিনি কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে যুক্ত, তিনিও মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় মুখ খোলেন। নিজের পোস্টে তিনি লেখেন, “আরজিকর, কসবা, পাঁশকুড়া, দুর্গাপুর—কাল আপনার বাড়ি… দুঃসময় আর দূরে নয়। চলুন, জেগে ঘুমোই।” সেই পোস্টে তিনি উল্লেখ করেন, “মেয়েটি রাত ৮টায় খাবার খেতে গিয়েছিল। বারবার মিথ্যেয় ব্যর্থতা ঢাকা যায় না।”

আরও পড়ুনঃ ফের টেলিভিশনে কামব্যাক অভিনেত্রী স্বস্তিকার! ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র চরিত্রে নতুন চমক নিয়ে ফিরছেন অভিনেত্রী

সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিনোদন জগতে। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই প্রশ্ন ঘুরছে—নারীদের নিরাপত্তার দায় কি তাঁদের সময় বা পোশাকের ওপর নির্ভর করবে, নাকি সমাজের মানসিকতার ওপর? টলিপাড়া থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই এখন এই প্রশ্নের উত্তর খুঁজছেন।