টিআরপিতে ফের জি বাংলার দাপট, দাগ কাটতে ব্যর্থ স্টার জলসা! ‘পরিণীতা’-র দাপটে কাঁপছে ‘পরশুরাম’! সমানে টক্কর দিচ্ছে ‘জগদ্ধাত্রী’, পিছিয়ে পড়ল ‘চিরদিনই তুমি যে আমার’! সেরা পাঁচে এবার কে কোথায়?

বাংলা টেলিভিশনে ধারাবহিকগুলোর মধ্যে ফের জমে উঠেছে টানটান প্রতিযোগিতা। অক্টোবরের চতুর্থ সপ্তাহের সর্বশেষ টিআরপি তালিকা (TRP List) প্রকাশ হতেই স্পষ্ট— দর্শক স্টার জলসার (Star Jalsha) থেকে, এবারও জি বাংলার (Zee Bangla) গল্পের দিকেই ঝুঁকছেন বেশি। টানা তিন মাস অন্যান্য ধারাবাহিকের কাছে পরাজিত হয়েও, জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta) আবারও নিজের রাজত্ব ফিরিয়ে এনেছে। এই সপ্তাহে ৭.৫ পয়েন্ট নিয়ে জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক টিআরপির তালিকায় প্রথম স্থান দখল করেছে।

দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলারই আরেক হিট ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri), ৬.৭ পয়েন্ট পেয়ে। প্রতিনিয়ত গল্পে নতুন মোড় থেকে রহস্য, আর আবেগের মিশেল দর্শকদের বসে থাকতে বাধ্য করছে পর্দার সামনে। অন্যদিকে, ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ৬.৫ পয়েন্ট নিয়ে এবার তৃতীয় স্থানে। গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও, জীতু কমল ও দিতিপ্রিয়া রায় অভিনীত এই ধারাবাহিক এখনও দর্শকদের অন্যতম পছন্দের তালিকায় রয়েছে।

এবার চতুর্থ স্থানে রয়েছে যৌথভাবে দুটি ধারাবাহিক— জি বাংলার ‘ফুলকি’ (Phulki) এবং স্টার জলসার ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parashuram: Ajker Nayak), উভয়ই ৬.৪ পয়েন্ট নিয়ে সমানতালে এগিয়ে চলছে। একদিকে যেমন নারীর ক্ষমতা ও আত্মবিশ্বাসের গল্পে দর্শক মুগ্ধ, অন্যদিকে সমাজের বাস্তব প্রেক্ষাপটে গড়া নায়কোচিত লড়াইয়ের গল্পও দর্শকপ্রিয়তায় ভরপুর। পঞ্চম স্থানেও এবার নিজের জায়গা করে নিয়েছে জি বাংলার ধারাবাহিক!

সেরা পাঁচের শেষে উঠে এসেছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘আমাদের দাদামণি’ (Amader DadamonI), ৬.২ পয়েন্ট নিয়ে। এই ধারাবাহিকের গল্পের সততা ও চরিত্রগুলোর গভীরতা দর্শকদের কাছে নতুন আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। নতুন হলেও দর্শকপ্রিয়তা ক্ষেত্রে এটি ইতিমধ্যেই শক্ত প্রতিদ্বন্দ্বী। সব মিলিয়ে অক্টোবরের চতুর্থ সপ্তাহের টিআরপি পরিসংখ্যান দেখিয়ে দিচ্ছে— দর্শক এখন আগের চেয়ে অনেক বেশি বেছে নিচ্ছেন এমন ধারাবাহিক– যেখানে অভিনয়, সংলাপ ও আবেগের ভারসাম্য রয়েছে।

আরও পড়ুনঃ ‘আপনি তো অভিনেত্রী, অভিনেত্রীর মতো থাকুন! এখানে কেন এসেছেন!’ — পোষ্যকে বাঁচাতে গিয়ে চূড়ান্ত অপ’মানিত দেবশ্রী রায়, আবাসনে হুলস্থূল

ধারাবাহিকের গল্প যত বেশি বাস্তবের ছোঁয়া দিচ্ছে, দর্শকের ভালোবাসাও তত বাড়ছে প্রতিটি সপ্তাহে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP List of Bengali Television for 4th Week of October | 27th Oct | Monday | BT •• পরিণীতা 7.5
2nd •• জগদ্ধাত্রী 6.7
3rd •• চিরদিনই তুমি যে আমার 6.5
4th •• ফুলকি, পরশুরাম 6.4
5th •• দাদামণি 6.2