পোস্তায় চু’রির অভিযোগে ফের জেলে অভিনেত্রী, বাড়ি থেকে উদ্ধার সোনার গয়না!

টেলিভিশন অভিনেত্রী রূপা দত্ত আবারও পুলিশের জালে। তিন বছর আগেও বইমেলায় পকেটমারির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। এবার ফের চুরির ঘটনায় ধরা পড়লেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে। অভিযোগ, পোস্তা এলাকায় এক মহিলার ব্যাগ থেকে সোনার গয়না ও নগদ টাকা চুরি করেছেন এই অভিনেত্রী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ অক্টোবর পোস্তার আদি বাঁশতলা লেনে কেনাকাটার সময় এক মহিলার ব্যাগ থেকে প্রায় ২০ গ্রামের সোনার মঙ্গলসূত্র, ২১ গ্রামের সোনার চেন, দুটি সোনার বালা এবং নগদ ৪,০০০ টাকা চুরি যায়। অভিযোগ দায়েরের পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। তাতে সন্দেহভাজন হিসেবে ধরা পড়েন রূপা দত্ত। এরপর জিজ্ঞাসাবাদে অসংগতিপূর্ণ উত্তর মেলায়, গতকাল রাতে বড়বাজারের নন্দরাম মার্কেটের কাছে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৬৩ গ্রামের সোনার গয়না।

এই প্রথম নয়— ২০২২ সালের কলকাতা বইমেলায়ও একই ধরনের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন রূপা দত্ত। সেদিন তাঁকে দেখা গিয়েছিল ডাস্টবিনে একটি মানিব্যাগ ফেলতে। এক পুলিশকর্মীর সন্দেহ হওয়ায় তাঁকে আটক করা হয়। তল্লাশিতে তাঁর ব্যাগ থেকে ৭৫ হাজার টাকা ও একাধিক মানিব্যাগ উদ্ধার করে পুলিশ।

‘জয় মা বৈষ্ণোদেবী’ নামের একটি হিন্দি ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পান রূপা। বাংলা সিনেমাতেও কাজ করেছেন তিনি। ২০২০ সালে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অশালীন বার্তা পাঠানোর অভিযোগ তুলে সরব হয়েছিলেন এই অভিনেত্রী। তবে পরে জানা যায়, যাঁর সঙ্গে তাঁর কথাবার্তা হয়েছিল, তিনি আসলে অনুরাগ কাশ্যপ নন।

আরও পড়ুনঃ সোনামণিকে ‘স্পেশাল মেয়ে’ বললেন প্রতীকের মা, জগদ্ধাত্রী পুজোয় অভিনেত্রীকে পাশে পেয়েই মুখ খুললেন অভিনেতার মা! তবে কি বছর ঘুরতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রতীক-সোনামণি? কী ইঙ্গিত দিলেন তিনি?

এই ঘটনার পর ফের আলোচনায় এলেন রূপা দত্ত। এক সময়ের টেলিভিশন তারকা এখন চুরির মামলায় অভিযুক্ত। বিনোদন জগতে শোরগোল পড়ে গিয়েছে— কীভাবে এমন পথে এলেন অভিনেত্রী, সেই প্রশ্নই ঘুরছে সোশ্যাল মিডিয়ার প্রতিটি আলোচনায়।

You cannot copy content of this page