ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ ‘সোনামণি সাহা’ (Sonamoni Saha) এবং ‘প্রতীক সেন’ (Pratik Sen), একসময় ছোট পর্দায় ‘শঙ্খ-মোহর’ জুটিতে তাঁদের পর্দার রসায়ন নজর কেড়েছিল দর্শকদের। সেই সময় থেকেই গুঞ্জন শুরু হয়েছিল, পর্দার বাইরেও নাকি তাঁদের মধ্যে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছে। মাঝের কিছুদিন বন্ধ থাকলেও, চলতি বছর আবারও তাঁদের নামে ফিসফাঁস শুরু হয়েছে টলিপাড়ায়। এবারের আলোচনার সূত্র ধরেছে সামাজিক মাধ্যমে তাঁদের কিছু ছবি ও ভিডিও থেকে, যা দেখে অনেকেই বলছেন—দু’জনের প্রেমে যেন ফের লেগেছে নতুন রোদ্দুর।
আসলে সোনামণি ও প্রতীক সম্পর্ক নিয়ে সবসময়ই ছিলেন চুপচাপ। তবে দোলের দিন তাঁদের একসঙ্গে তোলা ছবিগুলি ভাইরাল হতেই আবার জল্পনা মাথাচাড়া দেয়। তার কিছুদিন পর, সমাজ মাধ্যমে প্রতীকের কিছু ছবি ভাগ করে ক্যাপশনে সোনামণি লেখেন, “তুমসা হামসা”, যা অনেকের কাছেই একরকম ভালোবাসার স্বীকৃতির মতো মনে হয়েছিল। এরপর থেকেই সামাজিক মাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে নানা মন্তব্য, কৌতূহল, আর শুভেচ্ছা বার্তা আসতে থাকে।
তবে এই সম্পর্কটা শুধু গ্ল্যামার জগতের গসিপেই সীমাবদ্ধ নয়! সম্প্রতি অভিনেত্রী অঞ্জনা বসুর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে সোনামণির সঙ্গে দেখা গেল প্রতীকের মাকেও। এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রতীকের মা সোনামণির প্রসঙ্গে বলেন, “অনেক মিষ্টি মেয়েই আছে, কিন্তু সোনামণি একটু স্পেশাল। আমি ওর বন্ধুর মতো, সব কথা ওর সঙ্গে ভাগ করে নেই।” পাশে দাঁড়িয়ে সোনামণিও বলেন, “উনি আমার কাজের সবচেয়ে বড় সমালোচক, আবার যেকোন বিপদে সবার আগে ওনার কাছেই সাহায্য চাই আমি।”
সেই মুহূর্তগুলিই যেন আরও একবার ইঙ্গিত দিল, এই সম্পর্ক শুধুই বন্ধুত্বের নয়। উল্লেখ্য, অভিনয় জীবনের শুরু থেকেই সোনামণি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই মুখ বন্ধ রেখেছেন। র্যাম্প থেকে ছোট পর্দায় আসা এই অভিনেত্রী ২০১৫ সালে বিয়ে করেছিলেন কোরিওগ্রাফার সুব্রত রায়কে, তবে তিন বছরের মধ্যেই সেই দাম্পত্যে ছেদ পড়ে। ২০২০ সালে তিনি জানিয়ে দেন বিচ্ছেদের কথা। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে সুধা চরিত্রে।
আরও পড়ুনঃ দুর্ঘ’টনায় কবলে শ্বেতা ভট্টাচার্য! র’ক্তাক্ত পরিস্থিতিতে হাতে-পায়ে গুরুতর চোট! ‘শ্যামলী’র অসুস্থতায় উদ্বিগ্ন ভক্তরা, কী ঘটেছে অভিনেত্রীর সঙ্গে? এখন কেমন আছেন তিনি?
যেখানে এক ডিভোর্সির জীবনে দ্বিতীয় সুযোগের গল্প যেন তাঁর বাস্তব জীবনের প্রতিফলন। অন্যদিকে, প্রতীক এখন ব্যস্ত জি বাংলার ‘দাদামণি’ ধারাবাহিকে। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিয়ের বয়স পেরিয়ে গেছে, এখন কাজেই মনোনিবেশ করতে চান। তবে নেটপাড়ার যুক্তি, কথার চেয়ে ছবি বেশি কথা বলছে এক্ষেত্রে! তাই অভিনেতার সাম্প্রতিক পোস্ট, মায়ের মন্তব্য আর সোনামণির উপস্থিতি, সব মিলিয়ে ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরছে— তবে কি আগামী বছরই সিলমোহর পড়তে চলেছে তাঁদের সম্পর্কের ওপর?







চরিত্র থেকে চেহারা নেটপাড়ায় ব্যক্তিগত আক্র’মণে জেরবার অভিনেত্রী কমলিকা ব্যানার্জি! পার্বতী চরিত্রে অভিনয় করতে গিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম, অকপট অভিনেত্রী! তবেই কি পরিবর্তন হল চরিত্রের?