মেয়ের জন্মের জন্ম চার মাসের মাথাতেই ছোটপর্দায় ‘মিশকা’ হয়ে ঝড় তুলতে ফিরছেন অভিনেত্রী অহনা দত্ত? অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে

মাতৃত্বের নতুন অধ্যায়ে ব্যস্ত অভিনেত্রী অহনা দত্ত। মাত্র ২১ বছরেই মা হয়েছেন তিনি। এখন সারাদিন ঘিরে থাকে তাঁর ছোট্ট কন্যা—মীরা। যদিও মেয়ের মুখ এখনও প্রকাশ্যে আনেননি অহনা, তবে নামের ঘোষণা করেছেন আগেই। শাশুড়ির নামেই মেয়ের নামকরণ—মীরা। কারণ দীপঙ্কর মনে করেন, তাঁদের সন্তান রূপে তাঁর মা যেন ফিরে এসেছেন। তাই সেই আবেগেই মেয়ের নামেও রইল শাশুড়ির স্মৃতি।

মেয়ের জন্মের পর থেকেই একরত্তির সঙ্গেই কেটে যাচ্ছে অহনার সময়। কখনও খেলা, কখনও রাতজাগা, আবার কখনও মাতৃত্বের নতুন উপলব্ধি—সবই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তিনি। ছোটপর্দা থেকে বিরতি নিলেও তাঁর জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। বরং দর্শকের ভালোবাসা আরও বেড়েছে।

এবার সেই জনপ্রিয়তা নিয়েই আবার অভিনয়ে ফিরছেন অহনা! টলিপাড়ার খবর—‘অনুরাগের ছোঁয়া’র নতুন অধ্যায়ে ‘মিশকা’কে ফিরিয়ে আনার বড়সড় পরিকল্পনা চলছে। ধারাবাহিকে তাঁর আভিনয়েই গল্পে তুঙ্গে উঠেছিল উত্তেজনা। ফলে অনুরাগীরাও চ’ষ্টে অপেক্ষায় যে আবার তাঁদের প্রিয় ‘মিশকা’ ফিরে আসুক। এ ছাড়া আরেকটি নতুন ধারাবাহিকের প্রস্তাবও নাকি পৌঁছে গিয়েছে অহনার কাছে।

তবে প্রশ্ন উঠছে—মিশকা কি আগের মতোই ফিরবে? কুন্তলা ইতিমধ্যেই খলচরিত্রের দায়িত্ব সামলাচ্ছেন গল্পে। তার ওপরে যদি মিশকারও এন্ট্রি হয়, তবে জোড়া ভিলেনের লড়াই কোন দিকে মোড় নেবে—তা ভেবে আরও উত্তেজনায় দর্শক। কাহিনির মোচড় নিয়ে এখনই মুখ খুলছেন না কেউ, তবে আলোচনা কিন্তু তুঙ্গে!

আরও পড়ুনঃ “মা হতে চেষ্টা করুন…কমলিনী অপরাধী ছেলের সংসার টানলো কুড়ি বছর, তখন খারাপ লাগেনি?” “ছেলের বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে সংসার চালিয়েছেন, গয়না গড়েছেন সেটা পাপ না, বৌমা বিয়ে করলেই পাপ!”— ‘চিরসখা’য় স্বতন্ত্র-কমলিনীর বিয়ে না মানায়, দর্শকের রোষের মুখে খলনায়িকা শাশুড়ি!

অহনা আগেই জানিয়েছিলেন—মেয়েকে সময় দিয়েই কাজের দুনিয়ায় ফিরে আসতে চান তিনি। ইতিমধ্যেই করছেন বিজ্ঞাপন ও কিছু বিশেষ শুট। তাই এবার ছোটপর্দায় তাঁর প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা—এটাই নিশ্চিত! অনুরাগীদের ইচ্ছেপূরণ যে খুব শিগগিরই হতে চলেছে, তা বলাই বাহুল্য।