‘ওর নাম দর-সোনা! সোনার দর করতে গেছে’, নেশার ঘোরে নাকি স্ত্রীকে ক’টাক্ষ করেছেন তিনি দাবি নেটপাড়ার! ‘আমি এখনও নেশা করে আছি’, ভাইরাল ভিডিও বিতর্কে ট্রোলারদের কড়া জবাব অভিনেতা সৌরভের

সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে ভাইরাল হয়েছিল একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছিল অভিনেতা সৌরভ ড্রাইভিং সিটে বসে আছেন। ভিডিওতে কেউ জানতে চেয়েছিল দর্শনা কোথায়, তখনই বউয়ের নাম নিয়ে মজার ছলে উত্তর দেন সৌরভ। তবে অনেকেই মনে করেছিলেন, তিনি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, আর সেখান থেকেই শুরু হয় বিতর্ক।

সম্প্রতি নিজের নতুন ছবি ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’–এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এই ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন করা হলে সৌরভ প্রথমেই হাসতে হাসতে বলেন, “আমি তো এখনও নেশা করে আছি, আমার চেহারা দেখেই তো বোঝা যাচ্ছে!” তবে মুহূর্তের মধ্যেই তিনি সিরিয়াস হয়ে যোগ করেন, “আমি সিগারেট ছাড়া কিছুই খাই না। এটা আমার মা-ই সবাইকে বলে বেড়ান।”

এরপর সৌরভ বলেন, “যে মানুষ ২৪ ঘণ্টা কাজ করে, তার চোখের চাহনি ক্লান্ত থাকবে এটাই স্বাভাবিক। তোমরা একবার ২৪ ঘণ্টা কাজ করে নিজের ভিডিও করো, দেখবে কেমন লাগে।” পাশাপাশি অভিনেতা জানান, তার চোখ টানা টানা বলেই অনেক সময় ভুল বোঝাবুঝি হয়।

অভিনেতা আরও বলেন, “আমি বাড়িতে শুয়েও থাকি, তাতেও মানুষ আমাকে নিয়ে কথা বলে। আমার ছবি রিলিজ হচ্ছে বলে লোকে আমাকে নিয়ে কথা বলছে — এটাও তো ভালো বিষয়। দর্শনা আমার উপর খুব ভালোবাসা রাখে, তাই ও কমেন্ট করেছে যাতে আমাকে নিয়ে আরও আলোচনা হয়।”

আরও পড়ুন: ‘মেয়েদের প্রশংসা করে আমি অপরাধ করেছি নাকি?’ লাগাতার মিম, ট্রোলিং, হুমকি, মা’কে নোং’রা ক’টাক্ষ — মানসিকভাবে ভেঙে পড়ছেন অভিনেতা ঋজু বিশ্বাস

শেষে সৌরভ বলেন, “আমি সোশ্যাল মিডিয়ায় একদমই সক্রিয় নই। কেউ যদি এসে বলে যে আমার নামে কিছু হচ্ছে, তখন জানতে পারি। মানুষ এখন নিজের জীবন নিয়ে খুশি নয়, তাই অন্যের জীবন নিয়ে লেখালেখি করে। আমি এসব নিয়ে মাথা ঘামাই না, আমি খুব ভালো আছি।”