প্রতিদিনের ক্লান্তি, ব্যস্ততা আর জীবনের চাপের মাঝেও একটু প্রশান্তি এনে দেয় টেলিভিশনের ধারাবাহিকগুলো। ঘরে-বাইরে কাজের ফাঁকে একটুখানি সময় বের করে প্রিয় সিরিয়াল দেখা এখন অনেকের নিত্য অভ্যাস। ঠিক সেই কারণেই দর্শক ও ধারাবাহিকের সম্পর্ক আজ যেন পরিবারের সদস্যের মতোই ঘনিষ্ঠ।
নিত্যদিনের সঙ্গী এই ধারাবাহিকগুলোর মধ্যেই দর্শক ঠিক করেন কার গল্প তাঁরা বেশি ভালোবাসছেন। সপ্তাহ শেষে সেই ভালোবাসাই প্রতিফলিত হয় টিআরপি তালিকায়। কাকে প্রথম স্থানে রাখবেন, কাকে দ্বিতীয় কিংবা কাকে একেবারেই তালিকা থেকে বাদ দেবেন—সবটাই নির্ভর করে দর্শকের ভোটের মতোই তাঁদের আগ্রহের উপর।
এই সপ্তাহের টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’, যার রেটিং ৬.৮। গল্পের টানটান উত্তেজনা আর চরিত্রদের সম্পর্কের জটিলতাই দর্শকের আগ্রহ ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম’, খুব সামান্য ব্যবধানে ৬.৬ রেটিং নিয়ে। ধারাবাহিকটির পৌরাণিক ঘরানার গল্প দর্শকদের বিশেষভাবে টানছে।
আরও পড়ুনঃ হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি অভিনেতা জীতু কমল, দূরত্ব-বিতর্ক ভুলে সহ-অভিনেতার অসুস্থতায় উদ্বিগ্ন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়! কী বললেন নায়িকা?
তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ‘জগদ্ধাত্রী’ ও ‘রাঙামতি’, দুটোরই রেটিং ৬.৪। চতুর্থ স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ যার রেটিং ৬.২। অন্যদিকে পঞ্চম স্থানে সমান রেটিং ৬.১ নিয়ে রয়েছে ‘ফুলকি’ এবং ‘দাদামণি’। অর্থাৎ দর্শক এখনও নানা স্বাদের গল্পের প্রতি সমানভাবে আকৃষ্ট।
দেখে নেওয়া যাক আজকের টিআরপি তালিকা
১ম •• পরিণীতা – ৬.৮
২য় •• পরশুরাম – ৬.৬
৩য় •• জগদ্ধাত্রী, রাঙামতি – ৬.৪
৪র্থ •• চিরদিনই তুমি যে আমার – ৬.২
৫ম •• ফুলকি, দাদামণি – ৬.১






