“আজকাল বাংলায় তেল মেরে মেরে আর চেটে কাজ পেতে হয়! আর তাই আমাদের মত যোগ্যদের এখানে কাজের অভাব” — কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে বিস্ফো’রক সৌম্য চক্রবর্তী

বাঁকুড়ার ছেলে সৌম্য চক্রবর্তী। নিজের সুরেলা গলা ও অসাধারণ গায়কির জন্য তিনি সারেগামাপা-র মঞ্চে মন কেড়েছিলেন দর্শকদের। অল্প সময়েই অর্জন করেছেন হাজার হাজার ভক্ত। কিন্তু শুক্রবার তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে অনেকেই হতবাক। বিশেষ করে যখন সেটি এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের ঠিক একদিন পর।

ফেসবুকে সৌম্য লিখেছেন, “Is this self-independent West Bengal or তেলের ড্রাম? আজকাল বুঝতে পারি না! তেল মেরে আর চেটে এখানে কাজ পেতে হয়, দেখে মজা লাগে! এরকম জায়গা আমার মতো কিছু না তেল মারা লোকের জায়গা হতে পারে না!” এরপরই তিনি যোগ করেছেন, “এই জায়গার ভেতরে কিছু বুর্জোয়া লোক আবার দাবী করে তারা নাকি সাম্যবাদী দলের শরিক!”

গায়কের এই পোস্ট ভাইরাল হওয়ার পরই শুরু হয়েছে জোর বিতর্ক। অনেকেই মনে করছেন, কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পাওয়ার রাগ থেকেই এমন মন্তব্য করেছেন সৌম্য। এক অনুরাগী মন্তব্য করেন, “এটা সর্বক্ষেত্রেই হচ্ছে। যোগ্যরা বঞ্চিত, তেলবাজরাই সুযোগ পাচ্ছে। আপনি যদি জায়গা পেতেন, বাংলা অনেক এগিয়ে যেত।” অন্য এক নেটিজেন লিখেছেন, “বাঙালির আজকের পথ এক অন্ধকারে যাচ্ছে, যোগ্যতার কোনও মূল্য আর নেই।”

এ বছর ৩১ বছরে পা দিল কলকাতা আন্তর্জাতিক   চলচ্চিত্র উৎসব। স্বভাবতই উৎসবের উদ্বোধনী দিন ছিল তারকাখচিত। অনুষ্ঠানের সূচনা করেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা গানে নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ “শেক্সপিয়ার আর রবীন্দ্রনাথের আগে-পরেই ওনার স্থান, সেরা দার্শনিক উনি!” “আমি লেজেন্ড, কিন্তু ওরা মনে করে না!”— মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করে তোপ, বিস্ফোরক মন্তব্যের ফের শিরোনামে বিপ্লব চট্টোপাধ্যায়! নিজেকে ‘লেজেন্ড’ বলেও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেলেন না ডাক!

এ ছাড়াও উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, কোয়েল মল্লিক, জিৎ, যিশু সেনগুপ্ত-সহ টলিউডের তারকারা। মুম্বই থেকে উড়ে আসেন আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা এবং পরিচালক সুজয় ঘোষ। সঞ্চালনায় ছিলেন জুন মালিয়া ও পরমব্রত চট্টোপাধ্যায়। তবে এই ঝলমলে আয়োজনে সৌম্যর অনুপস্থিতি এখন সোশ্যাল মিডিয়ার গরম আলোচ্য বিষয়।