‘মদনদার জন্যই আমার ভাগ্য খুলেছিল!’ লক্ষ্মীকান্তপুর লোকালের গানের উদ্বোধনে মদন মিত্রকে প্রশংসায় ভরালেন গায়িকা ইমন চক্রবর্তী!

সঙ্গীতের মঞ্চে ইমন চক্রবর্তীর প্রতিটি উপস্থিতি মানেই অন্যরকম আবেগ। তবে এবারের মুহূর্তটা যেন আরও বেশি বিশেষ হয়ে উঠল, কারণ পাশে ছিলেন রাজনীতির জনপ্রিয় মুখ মদন মিত্র। ৭ নভেম্বর, টলিউডের প্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিনে আয়োজিত হয়েছিল তাঁর আসন্ন ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর গানের উদ্বোধনী অনুষ্ঠান। মিলেনিয়াম পার্কে গঙ্গার বুকে এক প্রমোদতরীতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমন, মদন মিত্র ও ছবির অন্যান্য কলাকুশলীরা।

এই অনুষ্ঠানে ‘সোনা বন্ধু গো’-র গায়িকা ইমন চক্রবর্তী মুগ্ধ করলেন তাঁর লাইভ পারফরম্যান্সে। একের পর এক গান গেয়ে দর্শকদের মুগ্ধ করলেন তিনি। ঠিক সেই সময়ই উঠে এল এক পুরনো স্মৃতি। পাভেল পরিচালিত ‘অসুর’ ছবির সেই জনপ্রিয় গান ‘রাধা’-র প্রসঙ্গ। ইমন অকপটে জানালেন, “আমি যখন গানটা গেয়েছিলাম তখন সেটা সেমি-হিট ছিল। কিন্তু মদনদা প্রতিটি শোয়ে, প্রতিটি অনুষ্ঠানে গানটা এতবার গেয়েছেন যে সেটার জনপ্রিয়তা একেবারে আকাশ ছুঁয়েছে। এতে আমি লাভবান হয়েছি— আমার নাম ছড়িয়ে পড়েছে আরও বেশি মানুষের মধ্যে।”

শিল্পীর মুখে এমন আন্তরিক স্বীকারোক্তি শুনে হাসিতে ভরে গেল মঞ্চ। সঙ্গে সঙ্গে মদন মিত্র নিজেও মাইক্রোফোন হাতে তুলে নেন, আর শুরু হয় সেই চিরচেনা ‘রাধা’-র সুর। মদন ও ইমনের যুগল কণ্ঠে ফের একবার জেগে উঠল সেই পুরনো মধুর স্মৃতি। উপস্থিত সকলে তালে তালে গলা মেলালেন এই প্রাণবন্ত ডুয়েট-এ।

এইদিন ঋতুপর্ণার জন্মদিনের উৎসবও ছিল সমান জমজমাট। আতসবাজি, কেক কাটা আর নদীর হাওয়া— সব মিলিয়ে এক রঙিন সন্ধ্যা। গঙ্গাবক্ষে আলোকিত প্রমোদতরীতে যখন ঋতুপর্ণা প্রবেশ করলেন, তখনই শুরু হল মদন মিত্রের গাওয়া ‘পাল তুলে দে’। যদিও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মদন মজা করে বলেছিলেন, “ইমনের সামনে গান গাইতে আমার অস্বস্তি হচ্ছে!” তবু মন রক্ষা করে গাইলেন, আর মুহূর্তেই সবার মন জয় করলেন।

আরও পড়ুনঃ “বাংলাই নারীদের ক্ষমতায়নের প্রাণকেন্দ্র, বাংলার বাইরে অবস্থা করুণ…বাংলার নারীদের নিজেদের উপর গর্ব করা উচিত!” “সর্বময়ী নেত্রীর আশীর্বাদে বাংলায় নারীদের অবাধ বিচরণ, ওনাকে কুর্নিশ!”— মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ, নারীদের জন্য গর্বের বার্তা দিলেন সায়নী ঘোষ!

শীতের হালকা আমেজে, হাসি-আনন্দে আর সুরের মূর্ছনায় ভরে উঠেছিল পুরো পরিবেশ। একদিকে নতুন ছবির গান উদ্বোধন, অন্যদিকে অতীতের সুরের স্মৃতি— আর তার মধ্যেই জেগে রইল ইমন চক্রবর্তীর সেই সোজাসাপ্টা মন্তব্য, “মদনদার জন্যই আমার গানটা আজও বেঁচে আছে মানুষের মনে।”