টিআরপি তালিকায় ফের নাটকীয় রদবদল! ‘পরিণীতা’কে সরিয়ে আবার সিংহাসনে ‘পরশুরাম’! দুর্দান্ত চমক ‘চিরসখা’র, ‘রাণী ভবানী’ নতুন করে লড়াইয়ের ময়দানে! এবার তালিকায় কে কত নম্বরে এগিয়ে?

প্রতি সপ্তাহের মতোই আবারও জমে উঠেছে বাংলা টেলিভিশনের টিআরপি (TRP) প্রতিযোগিতা। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান বলছে, জনপ্রিয়তার মাপকাঠিতে কিছু পুরনো ধারাবাহিক নিজেদের অবস্থান ধরে রেখেছে, আবার কয়েকটি গল্প এক লাফে উঠে এসেছে উপরের সারিতে। বৃহস্পতিবার, ১৩ নভেম্বরের টিআরপি তালিকা (TRP List) প্রকাশের পর থেকেই দর্শকমহলে শুরু হয়েছে নতুন আলোচনা— কার গল্পে আবেগের জয়, কে বা পিছিয়ে পড়ল লড়াই থেকে?

এই সপ্তাহে শীর্ষস্থানে রয়েছে স্টার জলসার ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parshuram: Ajker Nayok)। ধারাবাহিকটি ৭.১ পয়েন্ট নিয়ে প্রমাণ করেছে যে ন্যায় প্রতিষ্ঠার লড়াই এবং সংগ্রামের কাহিনি এখনও দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। শক্তিশালী কাহিনি, বাস্তবের ছোঁয়া আর প্রধান চরিত্রের দৃঢ় অবস্থানই এই ধারাবাহিক সাফল্যের চাবিকাঠি। মাঝে কিছুটা ভাটা পড়লেও, সপ্তাহের পর সপ্তাহ শীর্ষে থেকে ধারাবাহিকটি যেন টেলিভিশনের মানদণ্ড স্থির করছে।

দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসারই আরও এক জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj), ৬.৬ পয়েন্ট নিয়ে। নারীর সংগ্রামের এই গল্প দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। পরিবারের বন্ধন, সম্পর্কের আবেগ আর চরিত্রের দৃঢ়তা— এই তিনেই দাঁড়িয়ে আছে ধারাবাহিকটির মূল আকর্ষণ। দর্শকের মতে, ‘রাঙামতি’র সাফল্যের মূলে রয়েছে গল্প বলার বাস্তবতা ও চরিত্রের স্বাভাবিকতা। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta), ৬.৪ পয়েন্ট পেয়ে।

আবেগঘন গল্প এবং পারুল চরিত্রের মানবিক দিক দর্শকদের টেলিভিশনের সামনে বেঁধে রাখছে। সাফল্যের সঙ্গে এক বছর পার করেও, টিআরপি তালিকায় নিজের শক্ত জায়গা ধরে রেখেছে। চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে তিনটি ধারাবাহিক— ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri), ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ (RajRajeshwari Rani Bhabani) এবং ‘চিরসখা'(Chiroshokha), তিনটিই ৬.২ পয়েন্ট নিয়ে সমানতালে লড়াই করছে। প্রতিটি ধারাবাহিকের গল্প ও উপস্থাপনা আলাদা হলেও দর্শক আগ্রহে কমতি নেই কোনওটিতেই।

আরও পড়ুনঃ ‘যেখানে স্বামীর জায়গা নেই, সেখানে স্ত্রী থাকে কী করে?’— বুবলাইয়ের আঘাতে ক্লান্ত কমলিনী, এবার ছেলের বিপরীতে দাঁড়িয়ে স্বামীর পাশে দৃঢ় সে! ‘চিরসখা’য় অভিমানে নয়, আত্মসম্মানে শক্ত নতুন কমলিনী!

পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodinei Tumi Je Amar), ৬.১ পয়েন্ট পেয়ে। সম্পর্কের উত্থান-পতন ও আবেগের টানাপোড়েন দর্শকদের কাছে এটিকে এখনও প্রিয় রেখেছে। অন্যদিকে, ট্রেন্ডিং তালিকায় নজর কেড়েছে ‘দাদামণি’ (Dadamani), ৫.৯ পয়েন্ট নিয়ে। ধারাবাহিকটির গল্পের গভীরতা ধীরে ধীরে জনপ্রিয়তার নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে। সব মিলিয়ে এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for 2nd Week of November | 13th Nov | Thursday | BT—পরশুরাম 7.1
2nd– রাঙামতি 6.6
3rd– পরিণীতা 6.4
4th– জগদ্ধাত্রী, রাণী ভবানী, চিরসখা 6.2
5th– চিরদিনই তুমি যে আমার 6.1
Trending— দাদামণি 5.9