“লজ্জা নেই তোমাদের?” ধর্মেন্দ্রর বাড়ির সামনে ফটো শিকারিদের দেখে রাগে ফেটে পড়ে গা’লাগা’লি দিলেন সানি দেওল!

বলিউডের ‘হেভিম্যান’ সানি দেওলকে (Sunny Deol) সাধারণত শান্ত, সংযত মানুষ হিসেবেই দেখা যায়। কিন্তু বৃহস্পতিবার সকালটা তাঁর কাছে ছিল অন্যরকম। ধর্মেন্দ্রর (Dharmendra) অসুস্থতা নিয়ে যখন গোটা পরিবার উদ্বেগে, তখন জুহুর বাড়ির বাইরে ভিড় জমাতে শুরু করেন পাপারাজিরা। ক্যামেরা হাতে কেউ ছবি তুলছেন, কেউ আবার ভিডিও করছেন— এমন দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারলেন না সানি! এক মুহূর্তে ক্ষিপ্ত হয়ে উঠলেন অভিনেতা।

ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়িয়েছে গত কয়েকদিন ধরেই। হাসপাতাল থেকে তাঁকে বাড়ি আনার পর থেকেই সাংবাদিকদের আনাগোনা লেগে ছিল দেওল পরিবারের বাইরে। সেই সময়ই সানি দেওল ক্ষোভ উগরে দিয়ে বলেন, “লজ্জা করে না তোমাদের? তোমাদেরও বাবা-মা আছে, সন্তান আছে— কারও দুঃসময়ে এমন ভিডিও তোলা কি ঠিক?” তাঁর গলায় ছিল রাগের সঙ্গে হতাশার সুরও। এমনকি একটি ভিডিওতে দেখা গেছে, সানি হাতজোড় করে পাপারাজিদের বলেন, “শরম তো করো! মা-বাপ হ্যায়, বাচ্চে হ্যায়… চু** কি তরহ ভিডিও লে রহে হো!”

বর্তমানে ধর্মেন্দ্র বাড়িতেই চিকিৎসাধীন। সানি দেওলের টিমের তরফে জানানো হয়েছে, অভিনেতার অবস্থা এখন স্থিতিশীল এবং চিকিৎসা বাড়িতেই চলছে। সানি অনুরোধ করেছেন, “আমার বাবার জন্য প্রার্থনা করুন, কিন্তু আমাদের পরিবারকে একটু ব্যক্তিগত সময় দিন।” ভক্তদের উদ্দেশেও তাঁর বার্তা— “আপনাদের ভালোবাসাই বাবার সবচেয়ে বড় শক্তি।”

এর আগে ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন হেমা মালিনী ও ইশা দেওল। তাঁরা জানিয়েছেন, ধর্মেন্দ্র এখন অনেকটাই ভালো আছেন এবং ধীরে ধীরে সেরে উঠছেন।

আরও পড়ুনঃ রাজনীতির ময়দানে অতিরিক্ত সময় দিচ্ছেন রচনা! দিদি নাম্বার ওয়ানে সঞ্চালিকার মুখ বদল! কে হচ্ছেন নতুন সঞ্চালিকা?

৮৯ বছর বয়সেও চনমনে ধর্মেন্দ্রকে সবাই জানে একজন দৃঢ় মানসিকতার মানুষ হিসেবে। খামারবাড়িতে নিয়ম মেনে কাজ করতেন, ব্যায়াম করতেন। কিন্তু হঠাৎ শ্বাসকষ্টের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। যদিও চিকিৎসকদের তত্ত্বাবধানে এখন তিনি স্থিতিশীল। আর সেই কারণেই সানির একটাই অনুরোধ— “বাবাকে শান্তিতে সুস্থ হতে দিন, বাকিটা সময়ের ওপর ছেড়ে দিন।”