রাজনীতির ময়দানে অতিরিক্ত সময় দিচ্ছেন রচনা! দিদি নাম্বার ওয়ানে সঞ্চালিকার মুখ বদল! কে হচ্ছেন নতুন সঞ্চালিকা?

‘দিদি নাম্বার ওয়ান’ মানেই রচনা বন্দ্যোপাধ্যায়। বছরের পর বছর ধরে তাঁর প্রাণবন্ত সঞ্চালনায় এই অনুষ্ঠান হয়ে উঠেছে বাংলার ঘরের সদস্য। রচনাকে ছাড়া যেন এই শো-র কথা ভাবাই যায় না। কিন্তু এবারে জি বাংলার প্রিয় অনুষ্ঠানে আসছে সামান্য পরিবর্তন—আর সেই বদলেই লুকিয়ে রয়েছে বড় চমক!

বর্তমানে রচনা শুধু অভিনেত্রী বা সঞ্চালিকা নন, তিনি একজন সক্রিয় রাজনীতিকও। বিধানসভা ভোটের আগে তাঁকে ব্যস্ত থাকতে হচ্ছে নানা প্রচার কর্মসূচিতে। যদিও বেশ কিছু পর্ব আগেভাগেই রেকর্ড করা থাকে, তবে ব্যক্তিগত ও রাজনৈতিক কারণ মিলিয়ে এবার কয়েক দিনের জন্য ক্যামেরা থেকে বিরতি নিচ্ছেন তিনি। কিন্তু শো তো থেমে থাকবে না! তাই ‘দিদি নাম্বার ওয়ান’-এর বিশেষ পর্বের জন্য আনা হয়েছে এক অনন্য মুখ, যাঁকে দেখে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস ও কৌতূহল দুই-ই।

জি বাংলার তরফ থেকে প্রকাশিত নতুন প্রমোতে দেখা গিয়েছে, ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এই বিশেষ পর্বে দায়িত্ব সামলাবেন এক সুপরিচিত তারকা সঞ্চালক। শিশু দিবস উপলক্ষে এই তিন দিন থাকবে একেবারে অন্যরকম মেজাজে—খুদে প্রতিযোগীদের সঙ্গে হাসি-ঠাট্টা, খুনসুটি আর মজার মুহূর্তে ভরা।

দর্শকরা ইতিমধ্যেই আন্দাজের খেলায় মেতেছেন—কে হতে পারেন এই নতুন মুখ? কেউ বলছেন, “অবশ্যই পুরনো কোনও জনপ্রিয় মুখ ফিরছে,” আবার কেউ কেউ মনে করছেন, “এই তিন দিনেই আসবে দারুণ এক মিষ্টি পরিবর্তন।”

আরও পড়ুনঃ সুখের সংসারে কালো মেঘ, বিয়ের এক বছরেই সম্পর্কে ফাটল! চতুর্থবার সম্পর্কে জড়ালেন কাঞ্চন— রেগে আগুন শ্রীময়ী!কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্কে কি ভাঙনের সুর? টলিপাড়ায় শুরু নতুন কানাঘুষো!

তবে একটি কথা নিশ্চিত—এই অল্পদিনের স্বাদবদলেই ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে আসছে নতুন উচ্ছ্বাস। আর রচনা বন্দ্যোপাধ্যায়? তিনি ফিরছেন খুব তাড়াতাড়ি, আগের মতোই হাসি মুখে, দিদি নাম্বার ওয়ানের আসনে।

You cannot copy content of this page