“আমার জন্মটাই ফাউ! আমার এই পৃথিবীতে আসার কথাই ছিল না!” বিস্ময়কর স্বীকারোক্তি শঙ্কর চক্রবর্তীর! কোন অজানা যন্ত্রণায় এমন মন্তব্য করলেন অভিনেতা?

বিনোদন জগতের তারকারা পর্দায় যতটা উজ্জ্বল দেখা দেন, বাস্তব জীবনের গল্প তাদের আরও বহু গভীর। ক্যামেরার সামনে গ্ল্যামার, আলো আর চেনা পরিচিতি থাকলেও, ক্যামেরার পেছনে থাকে সংগ্রাম, চাপ, সম্পর্কের টানাপোড়েন এবং ব্যক্তিগত নানা লড়াই। অনেক সময় সেই গল্পগুলো মানুষের জানা হয় না, আবার কোনও কোনও সময় অভিনেতারা নিজেরাই প্রকাশ্যে আনেন জীবনের না-বলা সত্যগুলো।

এমনই এক অজানা অধ্যায় জানালেন জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী। ছোটপর্দা থেকে বড়পর্দা—দু’জায়গাতেই সমানভাবে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। দীর্ঘ অভিনয়জীবন, অসংখ্য চরিত্র, দর্শকের ভালবাসা—সব মিলিয়ে তারকার ঝুলিতে সাফল্য কম নয়। কিন্তু আলো-ঝলমলের মাঝেই লুকিয়ে ছিল এক গভীর ব্যক্তিগত জীবন, যার কথা এতদিন এভাবে প্রকাশ্যে জানাননি শঙ্কর।

নিজের জীবনের কঠিন সময়ের কথাও অকপটে বলেন তিনি। গত কয়েক বছরে কাজ কমে গিয়েছে তার হাতে, নাটকের রিহার্সাল ও সিরিয়ালের ডেট একসঙ্গে পড়ায় একসময় সিরিয়াল থেকেও বাদ পড়তে হয়। স্ত্রীর মৃত্যুর পর মানসিক দুঃখ তো রয়েছেই, তার সঙ্গে যুক্ত হয়েছে আর্থিক সংকট। নিজেই আগেই জানিয়েছিলেন—কাজ না থাকলে বাড়ির অর্ধেক খরচ সামলান তার মেয়ে। তবুও হাল ছাড়েননি অভিনেতা, নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুনঃ হাসপাতালের বিছানায় ভয়া’র্ত মুখে বসে সৌমিতৃষা! ফের অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী! আদৌ ফিরতে পারবেন কাজে?

এবার নিজের জন্মের অজানা কথা শোনালেন শঙ্কর চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে রসিকতার ভঙ্গিতে বলেন, তার জন্ম যেন “ফাউ”। কারণ তার বড় দাদা শিশু বয়সে মারা যাওয়ার পর অনেক ব্যবধানে তার দিদির জন্ম হয়। সেই সময় সমাজে ছেলে সন্তান ছাড়া বংশরক্ষা হবে না—এমন ধারণা ছিল প্রবল। সেই কারণেই তার জন্ম, এমনটাই জানিয়েছেন তিনি। নিজের কথায়, “দাদা যদি বেঁচে থাকতেন, আমার জন্মই হতো না।”

জীবনের লড়াই আজও চলছে তার। অতীতের ব্যথা, বর্তমানের সংগ্রাম আর ভবিষ্যতের আশা—সব মিলিয়ে তিনি এখনও অবিচল। তার কথায়, জন্ম যতটাই ‘ফাউ’ মনে হোক না কেন, জীবনটা কিন্তু লড়াইয়ের মধ্যেই আসল মানে খুঁজে পেয়েছে।