হাসপাতালের বিছানায় ভয়া’র্ত মুখে বসে সৌমিতৃষা! ফের অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী! আদৌ ফিরতে পারবেন কাজে?

অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর জীবন যেন একের পর এক কঠিন পরীক্ষার মুখোমুখি। কিছুদিন আগেই একটু সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন তিনি, কিন্তু আবারও শারীরিক সমস্যায় পড়লেন ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী। এবার ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। শনিবার হাসপাতালের বেড থেকে একটি ছবি পোস্ট করেন সৌমিতৃষা। ছবিতে তাঁর ক্লান্ত, কাঁচুমাচু মুখ দেখে অনুরাগীদের মন ভেঙে যায়। চোখেমুখে অসুস্থতার ছাপ এতটাই স্পষ্ট যে, ভক্তরা মন্তব্য বাক্সে ভরিয়ে দেন শুভেচ্ছা আর উদ্বেগের বার্তায়।

সমাজমাধ্যমেই নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন সৌমিতৃষা। লিখেছিলেন—তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত, চলছে চিকিৎসা। এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পারবেন না বলে দুঃখও প্রকাশ করেছিলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এমন বড় আয়োজনকে বিশেষ করে তোলার জন্য তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তাঁর পোস্ট পড়ে অনেকেই বুঝতে পারেন, অসুস্থতার মধ্যেও কাজ করতে না পারার বেদনা যেন আরও কষ্ট দিচ্ছে নায়িকাকে।

২০২৫ সালটা শুরু থেকেই যেন সৌমিতৃষার জন্য দুর্ভোগের। কখনও অ্যাক্সিডেন্ট, কখনও কিডনিতে স্টোন—নানা রোগে জর্জরিত হয়ে দীর্ঘ চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। ফলে বহুদিন অভিনয় থেকে দূরে থাকতে হয়েছিল। এমনকি সমাজমাধ্যমেও তাঁর দেখা মিলত না। কিছুটা সুস্থ হওয়ার পর ধীরে ধীরে বাড়িতে বসে ভ্লগিং শুরু করেন তিনি। কিছুদিন আগে ‘কালরাত্রি ২’-এর শুটিংও সেরে ফেলেন। আবারও অসুস্থ হয়ে পড়লেও মাঝেই ফেডারেশনের বিজয়া সম্মিলনীর মঞ্চে হাজির হয়ে বলেছিলেন—“এই বছরটা যদি কাটিয়ে উঠতে পারি, হয়তো একটু শান্তি পাব।”

‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা কুড়িয়েছিলেন সৌমিতৃষা। দেবের সঙ্গে ‘প্রধান’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে, যদিও সেই সাফল্য ‘মিঠাই’-এর সমান নয়। বর্তমানে তিনি ওয়েব সিরিজে কাজ করছেন, তবে ছোটপর্দায় নেই তাঁর উপস্থিতি। শারীরিক অবস্থার কারণে দীর্ঘ সময় ধরে শুটিং করা তাঁর পক্ষে এখনই সম্ভব নয় বলেই মনে করছেন অনুরাগীরা। তাই ছোটপর্দায় ফেরার পরিকল্পনা আছে কিনা, তা এখনও পরিষ্কার নয়।

আরও পড়ুনঃ ‘বৌমা পারল, শ্বাশুড়ি কেন নয়?’ ‘একাই কেন বিধবা-নিয়ম মানবেন, লক্ষ্মীমনি দেবীকেও এবার বিয়ে দিন বিদেশী কাকুর সঙ্গে’– কমলিনীর শাশুড়ির জন্য সঙ্গীর দাবি তুললেন ‘চিরসখা’র দর্শকরা! একাকী জীবনের কারণেই কমলিনীর বিয়ে মেনে নিতে পারছেন না তিনি!

সামান্য সুস্থতা লাভ করে আগের ছন্দে ফিরছিলেন সৌমিতৃষা। কিন্তু ম্যালেরিয়া যেন সেই পথ আটকে দিল। ধারাবাহিক অসুস্থতায় মানসিকভাবে ভেঙে পড়লেও লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অসংখ্য অনুরাগী, যারা অপেক্ষায় রয়েছেন পর্দায় তাঁর স্বমহিমায় ফিরে আসার দিনের।