গুরুতর শারীরিক অ’সুস্থতায় বিপ’দে শ্বেতা ভট্টাচার্য, হঠাৎ এমন সমস্যায় চিন্তায় পরিবার! চিকিৎসকের আশঙ্কায় বাড়ছে দু’শ্চিন্তা, জটিলতা না কমলে অপারেশন অনিবার্য! কী হয়েছে অভিনেত্রীর? কবে ফিরতে পারবেন পর্দায়?

বাংলা ছোটপর্দার পরিচিত মুখ ‘শ্বেতা ভট্টাচার্য’ (Sweta Bhattacharya) বহুদিন ধরেই দর্শকের হৃদয়ে নিজের স্থায়ী জায়গা করে নিয়েছেন। নিজের চরিত্রকে জীবন্ত করে তোলার যে স্বাভাবিক ক্ষমতা তাঁর রয়েছে, তা তাঁকে আলাদা করে দিয়েছে অন্যদের থেকে। ‘জারোয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকি’, ‘তুমি রবে নীরবে’– প্রতিটি কাজেই তিনি প্রমাণ করেছেন যে জনপ্রিয়তা শুধু সৌভাগ্যের ফল নয়, এর পেছনে থাকে পরিশ্রম আর নিষ্ঠা। ‘কোন গোপনে মন ভেসেছে’-তে শ্যামলী চরিত্রে তাঁর অভিনয় এখনও অনেকে মনে রাখেন।

এই মুহুর্তে বিরতি নিলেও কাজের প্রতি তাঁর মনোযোগ কখনও কমেনি। ধারাবাহিকে নিজেকে মানিয়ে নেওয়ার স্বভাবটাই শ্বেতাকে এতটা দর্শকপ্রিয় করেছে। একেকটা চরিত্রের মানসিকতা, অভ্যাস এবং দেহ ভাষাতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা তিনি সহজে অর্জন করেননি। ছোটপর্দায় প্রতিনিয়ত সময়ের চাপ আর দীর্ঘ শুটিং মিলিয়ে কাজটা কখনওই সহজ নয়। তবুও শ্বেতা কখনও অভিযোগ তোলেননি। বরং নানা সময়ে বলেছেন, কাজ করতে করতে শেখাই তাঁকে আরও পরিণত করেছে।

এমনকি ধারাবাহিক শেষ হওয়ার পরেও দর্শক তাঁর চরিত্রকে মনে রাখেন, এটাই তাঁর কাছে সবচেয়ে বড় সাফল্য। তবে এই সফলতার মধ্যেই নেমে এসেছে বড় বিপদ। কিছুদিন আগে ধারাবাহিকের শুটিং চলাকালীন ভুলবশত তাঁর চোখে মেকআপ ঢুকে যায়। প্রথমে বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেননি তিনি। সাধারণ সমস্যা ভেবে উপেক্ষা করলেও, চার-পাঁচ মাস ধরে চোখের ফোলাভাব কমছিল না বরং পরিস্থিতি আরও জটিল হচ্ছিল। প্রতিদিনকার ব্যস্ততার মাঝেই শ্বেতা বুঝতে পারেন কিছু একটা সমস্যা বেড়ে যাচ্ছে।

শেষমেশ চিকিৎসকের কাছে গেলে জানা যায়, ওই সামান্য বলে মনে হওয়া ঘটনাই বড় বিপদের কারণ। যে মেকআপ চোখে ঢুকেছিল তা চোখের ভেতর সংক্রমণ তৈরি করেছে এবং সেটাই ধীরে ধীরে ভয়ানক আকার নিয়েছে। এখন তাঁকে প্রোটেক্টেড চশমা ব্যবহার করতে হচ্ছে, সঙ্গে চলছে নিয়মিত ওষুধ ও চোখের ড্রপ। চিকিৎসক পরিষ্কার জানিয়েছেন, এই চিকিৎসায় সাড়া না দিলে অপারেশন করতে হতে পারে। শ্বেতার কাছে ব্যাপারটা মানতেই কষ্ট হচ্ছে যে, যেটাকে তিনি এতদিন ছোট বিষয় ভেবেছিলেন, সেটাই এমন জটিলতা তৈরি করবে!

আরও পড়ুনঃ বেহাল দশা বাংলায় ইন্ডাস্ট্রির? শুভশ্রীর সহ-অভিনেত্রী আজ বেকার! সংসার চালাতে আতর বিক্রি করছেন তিনি, নতুন লড়াই অভিনেত্রী বিনিতা গুহর!

শ্বেতা জানিয়েছেন, আগে শুটিংয়ের সময় এমন ঘটনা অনেকবার ঘটেছে, কিন্তু কখনও এত বড় অসুবিধায় পড়তে হয়নি। তাই এই অভিজ্ঞতা তাঁর কাছে অস্বস্তিকরও এবং চিন্তারও। আপাতত চিকিৎসার পরামর্শ মেনে চলছেন তিনি, আর সবচেয়ে বড় ভরসা দর্শকদের ভালোবাসা। কাজের প্রতি তাঁর যে ভালোবাসা, তা ধাক্কা খেলেও ভেঙে পড়ার মানুষ তিনি নন। চোখের যত্ন নিতে হবে, এটাই এখন তাঁর প্রথম লক্ষ্য। সব ঠিকঠাক হলে খুব শিগগিরই শ্বেতাকে আবার পর্দায় দেখতে পাবেন দর্শকরা।