রামকমল মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ (Laxmikantapur Local) ঘিরে ইতিমধ্যেই টলিপাড়ায় কৌতূহল বাড়ছে। লোকাল ট্রেনে ওঠানামা করা মানুষের জীবনে যে ছোট ছোট গল্প গড়ে ওঠে– কখনও অচেনা সঙ্গ, কখনও নিঃশব্দ বোঝাপড়া, সেইসব দৈনন্দিন মুহূর্তই ছবির কেন্দ্রে। পরিচালক একেবারে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি দিয়েই তুলে এনেছেন চলমান জীবনের মাঝেও সকলের বেঁচে থাকার ইচ্ছেটা। এই ছবিতে পর্দায় প্রথমবার একসঙ্গে জুটি বাঁধলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৌশিক গঙ্গোপাধ্যায়কে।
অন্যদিকে পাওলি দামের চরিত্রটি ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র। পাশাপাশি রয়েছেন মদন মিত্র, চান্দ্রেয়ী ঘোষ, জন ভট্টাচার্য, সায়নী ঘোষ এবং রাজনন্দিনী পাল সহ অনেকেই। ট্রেনের কামরায় যেমন নানা মানুষ একসঙ্গে থেকেও আলাদা, ছবিতেও ঠিক সেই দূরত্বের ভেতরেই তৈরি হয়েছে সম্পর্কের উষ্ণতা। তাই গল্পটা শুধু যাতায়াতের নয়, বেঁচে থাকারও। সম্প্রতি ছবির স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল কলকাতায়। লাল কার্পেটে অতিথিদের ভিড় থাকলেও নজর কেড়েছিলেন ‘শ্রীময়ী চট্টোরাজ’ (Sreemoyee Chattoraj)!
কারণ, তিনি এদিন একাই হাজির হন অনুষ্ঠানে। সাধারণত সব জায়গাতেই কাঞ্চন মল্লিকের সঙ্গেই দেখা যায় তাঁকে, তাই এদিনের উপস্থিতি নিয়ে কৌতূহল থাকাটাই স্বাভাবিক। অনুষ্ঠানে শ্রীময়ী একটি লাল শাড়িতে হাজির হয়েছিলেন। সেখানে ঢুকতেই তিনি দেখা পান ছবির প্রযোজক সঙ্গীতা সিনহার। তাঁকে দেখে জড়িয়ে ধরেই অভিনেত্রী বলে ওঠেন, “ও মাই গড! ইন্ডাস্ট্রিতে যদি এমন গ্ল্যামারাস প্রযোজক আসে…কাঞ্চন ভীষণ মিস করছে!” কথাটা যতটা হালকা ছিল, প্রতিক্রিয়া ততটাই ভারী হয়ে পৌঁছয় সমাজ মাধ্যমে।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ ধরে নিলেন, হাসির আড়ালেও নাকি রয়েছে পরোক্ষ খোঁচা। কেউ লিখেছেন, “এমন একটা স্ত্রী হলে আর চিন্তা নেই, স্বামীর জন্য সুন্দরী মেয়ে খুঁজতে বেরিয়েছে!” আবার অন্যজন বলেছেন, “তিনটে বিয়ে করেও শখ মেটেনি! আরও গ্ল্যামারের মেয়ে দরকার?” একজন কটাক্ষ করে বলেছেন, “কাকুর জন্য ভাইজি নতুন কাকিমা খুঁজতে বেরিয়েছে!” যদিও কথাটা স্পষ্টতই মজার সুরে বলা, তবুও প্রতিটি শব্দ নতুন করে আলোচনার জ্বালানী হয়ে উঠেছে আর তার কারণ তো সবারই জানা এতদিনে।
আরও পড়ুনঃ স্বেচ্ছায় ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে সরে দাঁড়ালেন দিতিপ্রিয়া? ‘অপর্ণা’ চরিত্রে দেখা মিলবে ‘এসো মা লক্ষ্মী’ খ্যাত প্রত্যুষা পালের? আগামীকাল থেকেই শুটিং শুরু, জিতুর সঙ্গে তাঁর জুটি কি ধারাবাহিককে দেবে নতুন ছন্দ?
টলিপাড়ার পুরনো গুঞ্জন, কাঞ্চনের বিগত দাম্পত্যের ইতিহাস, বারবার বিতর্কে জড়িয়ে পড়াই যেন সামাজিক মাধ্যমে এই সমস্ত সমালোচনায় বারবার ধোঁয়া দেয়। তবে শ্রীময়ী বা কাঞ্চন, দু’জনের দিক থেকেই এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি। যেদিন প্রেম দিবসে প্রকাশ্যে এনেছিলেন নিজেদের সম্পর্কের কথা, সেদিনও যেমন কটাক্ষ থামেনি, তেমনই আজও একইভাবে চলছে। কিন্তু তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে যতই আলোচনা চলুক, কখনওই তেমন পাত্তা দিতে রাজি নয় দম্পতি। এখন দেখা যাক, এই সমালোচনার ঝড় কবে থামে।






“ও মাই গড! এমন গ্ল্যামারাস প্রযোজক, কাঞ্চন ভীষণ মিস করছে!” শ্রীময়ীর ভাইরাল মন্তব্য ঘিরে ফের শোরগোল! ‘এমন একটা স্ত্রী হলে আর চিন্তা নেই, নির্লজ্জের মতো স্বামীর জন্য নতুন সুন্দরী খুঁজতে বেরিয়েছে!’ ‘তিনটে বিয়ে করেও শখ মেটেনি! আরও গ্ল্যামারের মেয়ে দরকার?’ কটা’ক্ষবিদ্ধ কাঞ্চনপত্নী!