জল্পনার অবসান! ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ছাড়লেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়! কে হতে চলেছেন নতুন অপর্ণা?

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিককে ঘিরে বহুদিন ধরেই উত্তেজনা ও জল্পনা চলছিল। অবশেষে সোমবার বিষয়টি চূড়ান্ত রূপ পেল— অপর্ণার চরিত্রে অভিনয় করা দিতিপ্রিয়া রায় সিরিয়াল থেকে সরে দাঁড়ালেন। শারীরিক ও মানসিকভাবে তিনি এমন সংকটে আছেন যে আর কাজ চালিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলে জানান নায়িকা।

দিতিপ্রিয়া তাঁর সিদ্ধান্ত ই-মেলের মাধ্যমে আর্টিস্ট ফোরামকে জানান। ফোরাম জানিয়েছে, তাঁরা এই বিষয়ে কোনও পক্ষপাত বা চাপ সৃষ্টি করতে চান না। বরং বিষয়টি নায়িকার উপরই ছেড়ে দেওয়া হয়েছে। কারণ, ফোরামের দৃষ্টিতে স্বাস্থ্যগত কারণে শিল্পীর সিদ্ধান্তে বাধা দেওয়া নৈতিক নয়।

এর আগে শনিবার নায়ক-নায়িকার সমস্যা সমাধানে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন দিতিপ্রিয়া, জিতু, প্রযোজনা সংস্থা এবং চ্যানেলের প্রতিনিধি। বৈঠকেই দিতিপ্রিয়া স্পষ্ট করে জানান, তিনি আর এই সিরিয়ালে কাজ করতে চান না। টেকনিশিয়ানদের স্বার্থে তাঁকে সিদ্ধান্ত বদলাতে অনুরোধ করা হয়, কিন্তু তিনি তাতে সায় দেননি।

প্রযোজনা সংস্থার সঙ্গে দিতিপ্রিয়ার কোনও লিখিত চুক্তি না থাকায় নিয়ম অনুযায়ী তাঁকে দুই মাসের নোটিশ দিয়ে কাজ ছাড়ার কথা। তবে নায়িকা শারীরিক-মানসিক অসুস্থতার কথা উল্লেখ করে নোটিশ পিরিয়ড কমানোর আবেদন করেন। ফোরাম তাঁকে ১৫ দিনের নোটিশে সম্মতি জানাতে বলে— কিন্তু রবিবার পর্যন্ত তিনি সেই মেল পাঠাননি।

আরও পড়ুনঃ প্রয়াত কিংবদন্তি ধর্মেন্দ্র! ‘ইয়ে দোস্তি’ থেমে গেল চিরতরে…চলে গেলেন বীরু, একা রইল জয়! না ফেরার দেশে ড্রিম গার্লের জীবনসঙ্গী!

অবশেষে সোমবার দুপুরে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন দিতিপ্রিয়া— তিনি আর অপর্ণা হয়ে ফিরবেন না। ফোরাম বিষয়টি চ্যানেল ও প্রযোজনা সংস্থার কাছে পাঠিয়ে জানিয়েছে, সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে তারা। এখন প্রশ্ন একটাই— দিতিপ্রিয়া ছাড়া কি চলবে ‘চিরদিনই’? নাকি খুব শিগগিরই দেখা যাবে নতুন অপর্ণাকে?