‘ভাবিনি প্রত্যাশা করবে, ডাকিনি কারণ নাম ভুলে গেছিলাম!’ ‘সবার গল্পে নায়ক হওয়া যায় না…নাম করলেই ভালো, না করলেই রাগ-অভিমান, বিতর্ক!’ জিৎ বিতর্কে দেবের তীর্যক মন্তব্যে আগুনে ঘি! মেগাস্টারের বিস্ফো’রক দাবি উত্তাপ বাড়াল টলিউডে!

বেশ কয়েকদিন ধরে, টলিপাড়ায় আবার আলোচনার কেন্দ্রবিন্দু ‘দুই পৃথিবী’ মেগাস্টার দেব (Dev) এবং সুপারস্টার জিৎ (Jeet)! তবে এবার আর ছবির জন্য নয়, শোনা যাচ্ছিল নাকি দুই তারকার মধ্যে দূরত্ব বেড়েছে অনেকটা আর সেটাই এখন প্রকাশ্যে! বিতর্ক উস্কে, কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে জিৎ বলেছিলেন, তিনি খুব দুঃখ পেয়েছেন যে দেব তার টলিউডে দু’দশক উদযাপনে এমন রাজকীয় আয়োজন এবং সমস্ত লোকেদের আমন্ত্রণ করলেও, তাঁকে করেনি। এই নিয়ে সর্বত্র দুই তারকার ভক্তদের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়।

অবশেষে, দেবে এবার প্রকাশ্যে জানালেন নিজের অবস্থান! সম্প্রতি, ‘প্রজাপতি ২’ ছবির প্রচারে জানতে চাওয়া হয়, কীসের সঙ্গে মেগাস্টার দেব আপোস করে না? দেবের কথায়, “তোমার জীবনে সবটাই ভালো হবে না, সবটাই নিজের মতো করে হবে না। তুমি কী চাও, সেটা আগে দেখতে হবে। সেটা যদি পেয়ে যাও, তারপর আর অন্যকিছুর কোনও মূল্য থাকে না। আমি যেমন চাই, দর্শক যেন আমার ছবিটা এসে দেখে আর বাড়িতে ফিরে মা-বাবাকে হাসিমুখে দেখতে। তাদের যেন শরীরটা ভালো থাকে, তারা যেভাবে আমায় মানুষ করেছে সেই মানুষটা কি আদেও আছি?

এরপরে আর আমার কাছের মানুষরা আছে, তাদের আমি ভালো রাখতে পেরেছি কিনা।” অভিনেতা আরও যোগ করলেন, “দর্শক, বাবা-মা আর এক-দু’জন আছে আমার কাছের মানুষ, যাদের কষ্টটা আমার নিজের মনে হয়। এদের বাইরে কারোর কোনও কথায় আমার কিছু যায় আসে না! কারণ, বাকি সবাই নিজেদের মতো করে তোমায় নিয়ে আলোচনা করবে। তুমি যদি তাদের সঙ্গে ভালোভাবে মেলামেশা করো, তাহলে ভালো। আর যদি একবার তাদের ফোন না ধরো, যতই ভালো মানুষ হও না কেন তাহলে সারা জীবনের জন্য তাদের কাছে খারাপ! তাই আপোস করার প্রশ্নই ওঠে না।”

Dev Jeet

দেবের কথায়, “আমি একটা জিনিস ২০ বছরের অভিনয় জীবনে একাধিকবার সাক্ষাৎকারে বলেছি যে, সবাইকে ইভেন্ট বা প্রিমিয়ারে আমন্ত্রণ পাঠানো সম্ভব হয় না। কারণ অনেকের নামই ভুলে যাই ব্যস্ততায়। নিজের জন্মদিনেও ভুলে যাই অনেককে ডাকতে, তারা বলেও পড়ে যে খারাপ লেগেছে। আজ থেকে পাঁচ সাত বছর আগে আমি তাদের ফোন করতাম, কিন্তু এখন আমার ব্যস্ততার জন্য আমার টিম সেটা করে। এবার দুই-একজন যদি বাদ পড়ে যান, তখন আমায় দোষী বানিয়ে দেওয়া হয়। রাগ-অভিমান, বিতর্ক, কতকিছু হয়ে যায় এটা নিয়ে।”

আরও পড়ুনঃ সম্বোধন বদলে হয়েছে ‘তুই’ থেকে ‘তুমি’! সর্বত্রই একসঙ্গে জুটিতে! অবশেষে এক হ‌ওয়ার ইঙ্গিত দিল সাহেব–সুস্মিতা?

শেষে ক্ষোভ উগরে তিনি বলেন, “মানুষ এখন অনেক সংবেদনশীল, বোঝার শক্তি হারিয়ে ফেলছে। সবার গল্পে নায়ক হওয়া যায় না, কারোর গল্পে ভিলেন হয়েই ঠিক আছি! জিৎ দা যে আসতে চায়, এটা আমি নিজেই ভাবতে পারিনি বলেই এটা আমার ভুল এবং ব্যর্থতা। এতবড় তারকা জিৎ! একদিন আমিই জিৎ হতে চেয়েছিলাম, ‘বন্ধন’ ছবি দেখে মনে হয়েছিল যে এটা যদি হিরো হয়, আমরা কি করব! জিৎ দা যেটা বলছেন ওটা আমার কাছে যেমন দুঃখের, তেমন গর্বের! সুপারস্টার জিৎ আমায় ভালোবাসে বলেই প্রত্যাশা করেছিল, তার আবেগের জায়গায় সে ঠিক কিন্তু এরপর আমি বাকিটা ব্যক্তিগতভাবে তাকে বলতে চাই।”