লাখ টাকা দামী নতুন আই ফোনই ডেকে আনল বিপদ, উড়ে গেল ৭০০০ ছবি, কোম্পানির কাছে সাহায্য চাইতেই নেট দুনিয়ায় ট্রোলড মিমি

নতুন ফোন কেনাই কাল হল। এক লাখি আইফোন থেকে ডিলিট হয়ে গেল কম করে হলেও সাত হাজার ছবি। মুছে গেল সমস্ত পুরনো স্মৃতি। এর জেরে মাথায় হাত যাদবপুরের তারকা সাংসদ মিমি চক্রবর্তীর।

আজ, বুধবার সকালে তৃণমূলের তারকা সাংসদ টুইটারের দেওয়ালে লেখেন, “৭০০০ ছবি, ৫০০টা ভিডিও… সবকিছু ডিলিট হয়ে গিয়েছে গ্যালারি থেকে। আমি জানি না কী করব! কাঁদব না আরও জোরে কাঁদব”। এরপর আইফোনের নির্মাতা সংস্থা Apple কর্তৃপক্ষকে ট্যাগ করে সাহায্য প্রার্থনা করেন মিমি। তিনি এও জানান যে ছবিগুলি ফিরে পাওয়ার সবরকম চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তিনি। পাশাপাশি এও জানিয়েছেন, তিনি অত্যন্ত মর্মাহত এই ঘটনায়।

গত সেপ্টেম্বর মাসে আইফোন ১৩ লঞ্চ হয়েছে ভারতের বাজারে। সেই সময়ই এই ফোন কেনেন মিমি। সেই খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। টলি তারকাদের মধ্যে ফলোয়ারদের সংখ্যার নিরিখে সবথেকে এগিয়ে রয়েছেন মিমিই।

এই তারকার পোস্ট দেখে অনেকেই পরামর্শ দিয়েছেন। কেউ লিখেছেন, ‘iCloud’ ছবিগুলো পাওয়া যাবে। আবার কেউ নির্দিষ্ট পদ্ধতি বলেছেন, কোন উপায়ে ছবি ফিরে পাওয়া যেতে পারে। তবে বহু নেটিজেনই মিমিকে ট্রোল করেছেন এই বিষয়টি নিয়ে।

নেটিজেনদের একাংশ মিমির এই ঘটনা নিয়ে তাঁকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। তাদের বক্তব্য, নিজের সংসদীয় এলাকায় যদি মিমি এরক্মি নজর দিতেন , তাহলে বোধ হয় খুব ভালো হত।

একজন লিখেছেন, “হাজারো মানুষ কাজ হারাচ্ছে, স্কুলে পড়াশোনার সুযোগ পাচ্ছে না, অনাহারে দিন কাটাচ্ছে। আর এমপি ম্যাডামের একমাত্র চিন্তা তাঁর ছবি আর ভিডিয়ো। টিকটক বা রিল ভিডিয়ো পোস্ট না করতে পেরে মনে ব্যথা পাচ্ছে”।