“মেয়ে শহরে যাবে না!” পুরুলিয়ার মাটি থেকে কলকাতা, অসংখ্য বাধা পেরিয়ে জেদ আর দক্ষতায় অভিনেত্রী হয়ে উঠলেন ইন্দ্রানী! কিন্তু মাত্র তিন মাসেই বন্ধ ‘বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম’! এবার বড় চ্যানেলে কোন নতুন ধারাবাহিকে ফিরছেন নায়িকা হয়ে?

পুরুলিয়ার এক প্রত্যন্ত অঞ্চল থেকে বেরিয়ে একদিন কলকাতার স্টুডিও ফ্লোরে এসে দাঁড়ানো, এই পথটা একদিনে তৈরি হয়নি। আজ অভিনেত্রী ‘ইন্দ্রানী পাল’কে (Indrani Paul) অনেকেই চেনেন স্টার জলসার ‘বরণ’ ধারাবাহিকের তিথি হিসেবে, কিন্তু সেই আলোর পেছনে লুকিয়ে আছে প্রায় অদেখা একটা বড় লড়াই! পরিবারের বাধা, মনের জেদ আর স্বপ্নের প্রতি অবিচল বিশ্বাস, সবকিছুর জট ছিঁড়ে এগিয়ে এসেছে সে। আজ তাকে দেখা যায় বড় বড় চ্যানেলের পর্দায়, কিন্তু কবে কে ভেবেছিল যে পুরুলিয়ার এক মেয়ের লক্ষ্য একদিন এভাবে বাস্তব হবে?

স্কুলজীবন কেটেছে সন্তময়ী গার্লস স্কুলে, আর সেখানেই শুরু নাচের প্রতি টান। অভিনয়ের কথা তখনও মাথাচাড়া দিয়ে ওঠেনি, তবে ভিতরে ভিতরে সে স্বপ্নটা বেড়েছে। জীবনের প্রথম ১৮ বছর, পুরুলিয়ার বাইরে পাও রাখেনি সে! বাবার কোনদিনও পছন্দ ছিল না, মেয়ে শহরে যাবে বা সেখানে গিয়ে কাজ করবে। কিন্তু প্রাথমিক পড়াশোনা শেষ করে, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য শহরে আসতে হয়েছিল বাধ্য হয়েই। প্রথমদিকে পুরোপুরি একা থাকা, নিজের সব কাজ নিজেকে সামলানো, আর রাতের পর রাত মন খারাপ নিয়ে ঘুমনোর বাস্তবতার সঙ্গেই শুরু শহুরে যাত্রা।

বাবার আপত্তি ছিল প্রবল, মেয়ে এই জগতে আসুক তিনি চাননি। যবে জানতে পারেন বাবা যে মেয়ে অভিনয় করতে চায় আর কলকাতাতেই পাকাপাকিভাবে থাকতে হবে, ভীষণ রেগে গিয়েছিলেন তিনি। কিন্তু টিভির পর্দায় প্রথমবার তাকে দেখে রাগ ধীরে ধীরে গলে যায়, গর্বটা সবার আগে উঠে আসে। বছর ২১ এই ইন্দ্রানীর অভিনয়ের ডাক আসে। ‘বরণ’এ নায়িকা হিসেবে কাজ করে জনপ্রিয়তা পান ইন্দ্রানী। পরে ‘নবাব নন্দিনী’তে অভিনয় আর এখন জি বাংলা সোনারে ‘বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম’এ নতুন আবহে তাকেই দেখছে দর্শক।

মাঝখানে নাচের জন্য অভিনয় কিছুটা সরিয়ে রেখেছিলেন, কারণ ইচ্ছেটা ছিল ঐতিহাসিক বা পৌরাণিক কোনও চরিত্রে অভিনয় করার। এই ধারাবাহিকের প্রস্তাব আসতেই তাই ফিরে আসেন নতুন উদ্যমে। তবে সাফল্যের ভিড়ে মন খারাপও ছিল। মাত্র তিন মাস না যেতেই ‘বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম’ বন্ধ হয়ে যাচ্ছে, এই খবর তাঁর মনকে কষ্ট দিয়েছে। কিন্তু আজ পুরুলিয়ায় তার নাম বললেই লোকে চিনে ফেলে পরিবারকে।

আরও পড়ুনঃ অ’শান্ত, রক্তা’ক্ত বাংলাদেশ! সান্টার কাছে নিজ দেশে শান্তি ফিরে আসার প্রার্থনা করলেন জয়া আহসান

কলকাতায় যে মেয়েটা একরাশ মন খারাপ দিন শুরু করত, আজ সেই মেয়েই নিজের জায়গা তৈরি করেছে পরিশ্রমে। স্বপ্নটা শেষ হয়নি, সে শুধু দিক বদলাচ্ছে। ইন্দ্রানী জানেন, পথ বড়, লড়াইও বড়। কিন্তু বিশ্বাস থাকলে পথও নিজে থেকেই জায়গা করে দেয়। তাই হয়তো এই যাত্রার পরের অধ্যায়টা আরও বড় চমক নিয়ে আসছে! নতুন ধারাবাহিকে ফের মুখ্য চরিত্রে দেখা যাবে কি? বড় চ্যানেলে আবারও নায়িকা হয়ে ফিরবেন?

You cannot copy content of this page