‘সন্তান আছে, লুকিয়ে রেখেছি’ হঠাৎ বিস্ফো’রক মন্তব্য ঐন্দ্রিলার! এত বছর লিভ-ইনের পর, বিয়ের আগেই মা! অঙ্কুশ-ঐন্দ্রিলার গোপন সন্তান নিয়ে শোরগোল!

টলিউডের অন্যতম চর্চিত জুটি অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেনকে ঘিরে আলোচনা নতুন কিছু নয়। তবে এবার যা ঘটল, তা নিছকই হাসি ঠাট্টার মধ্যেই হলেও মুহূর্তে শিরোনামে জায়গা করে নিয়েছে। সামনেই মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিল। সেই ছবির প্রচারের মাঝেই আজকাল ডট ইনের সঙ্গে আড্ডায় হঠাৎই মজার ছলে এমন এক মন্তব্য করে বসলেন ঐন্দ্রিলা, যা শুনে অবাক নেটদুনিয়া। বিয়ে কবে হবে সেই প্রসঙ্গে কথা উঠতেই অভিনেত্রী হেসে বলেন, তাঁদের নাকি ইতিমধ্যেই সন্তান আছে এবং সে নাকি লুকিয়ে রাখা। স্বাভাবিকভাবেই বোঝা যায়, গোটা বিষয়টাই ছিল নিছক রসিকতা।

এই মজার মন্তব্যের নেপথ্যে ছিল ছবির একটি বিয়ের দৃশ্য নিয়ে আলোচনা। সাক্ষাৎকারে বলা হয়, যদি সত্যিই বিয়ে হয়ে যেত, তাহলে সন্তান নিয়ে প্রশ্ন করাই যেত। সেই কথার উত্তরেই ঐন্দ্রিলা বলেন, বাচ্চা তো হয়েই গেছে। কোথায় আছে জানতে চাইলে রহস্য বাড়িয়ে বলেন, লুকানো আছে। অভিনেত্রীর এই রসিকতায় উপস্থিত সকলেই হেসে ফেলেন। পরিষ্কার করে বোঝানো হয়, বাস্তবে তাঁদের জীবনে এমন কিছু ঘটেনি। খাতায় কলমে তাঁরা এখনও অবিবাহিত হলেও প্রেমে যে ভাটা পড়েনি, তা তাঁদের কথাবার্তাতেই স্পষ্ট।

এর আগেও বহুবার এমন মজার মন্তব্য করে সংবাদে এসেছেন এই জুটি। প্রজাপতি ২ ছবির প্রিমিয়ারে সাংবাদিকরা অঙ্কুশকে কবে বাবা হিসেবে দেখতে পাবেন জানতে চাইলে, ঐন্দ্রিলা মজার ছলে বলেছিলেন, আপাতত অঙ্কুশ ডান্ডা টুডুং টুডুং করছে। তার পরেই বাবা হওয়ার পালা। সেই মন্তব্যে তখনও হাসির রোল পড়ে গিয়েছিল। আবার বিয়ে প্রসঙ্গে প্রশ্ন উঠলে ঐন্দ্রিলা বলেছিলেন, তিনি নাকি অঙ্কুশকে ভিমরুল ভাবতেন, কবে যে প্রজাপতি হয়ে গেল তা তিনি নিজেও জানেন না।

অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন। অনস্ক্রিনে যেমন দর্শকের পছন্দের জুটি, তেমনই অফস্ক্রিনেও তাঁদের রসায়ন নজর কাড়ে। তবে কবে তাঁরা সাতপাকে বাঁধা পড়বেন, সে বিষয়ে এখনও মুখ খোলেননি কেউই। দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত এবং সম্পর্ককে উপভোগ করতেই বেশি আগ্রহী। বিয়ে নিয়ে কোনও তাড়াহুড়ো নেই বলেই বারবার ইঙ্গিত দিয়েছেন তাঁরা।

‘ধুমকেতু ২’ না করার সিদ্ধান্ত নিলেন দেব! বড়দিনের ছবি ‘প্রজাপতি ২’ ও ‘লহ গৌরাঙ্গের নাম রে’ বিতর্কের জেরেই রানা সরকারের সঙ্গে কাজে না দেবের? নাকি শুভশ্রীর সঙ্গে তিক্ততার রেশেই আর সিনেমা করবেন না নায়ক?

আরও পড়ুনঃ ‘ধুমকেতু ২’ না করার সিদ্ধান্ত নিলেন দেব! বড়দিনের ছবি ‘প্রজাপতি ২’ ও ‘লহ গৌরাঙ্গের নাম রে’ বিতর্কের জেরেই রানা সরকারের সঙ্গে কাজে না দেবের? নাকি শুভশ্রীর সঙ্গে তিক্ততার রেশেই আর সিনেমা করবেন না নায়ক?

এদিকে নারী চরিত্র বেজায় জটিল ছবির টিজার ট্রেলার এবং গান ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছে। কেটে ফুটেসে এবং ডান্ডা ২.০ গান দুটি আলাদা করে প্রশংসা কুড়িয়েছে। একটি গান শিলাজিৎ মজুমদারের জনপ্রিয় সৃষ্টির রিমেক, অন্যটি অনেকের মতে পুরনো দিনের বাণিজ্যিক ছবির স্মৃতি ফিরিয়ে এনেছে। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ৯ জানুয়ারি। এই ছবিতে অঙ্কুশকে দেখা যাবে একজন ওয়েডিং প্ল্যানারের চরিত্রে এবং ঐন্দ্রিলাকে মুখ্য নারী ভূমিকায়। দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।

You cannot copy content of this page