মা’রণ ক্যা’ন্সারের সঙ্গে লড়াইয়ে হার, প্রয়াত অভিনেত্রী শ্রাবণী বণিক! মায়ের জন্য ছেলের শেষ চেষ্টাও ব্যর্থ নিয়তির কাছে! অভিনেত্রীর প্রয়াণে টলিউডে শো’কের ছায়া!

দীর্ঘদিনের লড়াইটা যে কতটা কঠিন ছিল, তা কাছের মানুষজন ছাড়া বোধহয় কেউ পুরোপুরি বুঝতে পারেননি। ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী ‘শ্রাবণী বণিক’ (Sraboni Banik) বাস্তব জীবনে প্রতিদিন যুদ্ধ করছিলেন এক মারাত্মক অসুখের সঙ্গে। ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা এবং শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়া ক্যা’ন্সার (Cancer) ধীরে ধীরে তাঁকে দুর্বল করে দিচ্ছিল। চিকিৎসা চলছিল, আশাও ছিল কিন্তু রোগের চাপ ক্রমেই বাড়ছিল। শারীরিক যন্ত্রণার মাঝেও পরিবারকে আগলে রাখার চেষ্টা ছিল তাঁর চোখে মুখে।

এই কঠিন সময়ে সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় চিকিৎসার খরচ। উন্নত চিকিৎসার জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, তা জোগাড় করা পরিবারের পক্ষে সহজ ছিল না। সেই জায়গা থেকেই ছেলের ভূমিকাটা সামনে আসে। শ্রাবণীর ছেলে অচ্যুত আদর্শ মায়ের চিকিৎসার জন্য মানুষের কাছে সাহায্যের আবেদন জানান। সমাজ মাধ্যমে তিনি অনুরোধ করেন, কেউ সামান্য সাহায্য করলেও তা তাঁদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হবে। বিষয়টা ছিল শুধু টাকা জোগাড়ের নয় বরং একরাশ ভরসা পাওয়ার চেষ্টা।

অচ্যুত স্পষ্টভাবেই জানিয়েছিলেন যে, প্রাথমিক হিসেব অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে প্রায় বারো লক্ষ টাকার মতো প্রয়োজন। পরিবার নিজের মতো করে অর্থ জোগাড়ের চেষ্টা করছিল, তবুও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সবটা সামলানো যাচ্ছিল না। তাই ক্রাউড ফান্ডিংয়ের পথও বেছে নেওয়া হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য থেকে শুরু করে কিউআর কোড, সবই শেয়ার করা হয়েছিল। অন্তত যাতে যাঁরা চান তাঁরা সরাসরি পাশে দাঁড়াতে পারেন। সেই আবেদন অনেকের হৃদয় ছুঁয়েছিল।

তবে বাস্তবতা অনেক সময়ই নিষ্ঠুর হয়ে ওঠে! চিকিৎসা চললেও গত কয়েক সপ্তাহ ধরে শ্রাবণীর শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যায়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল চরম অবনতির ফলে, চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলেন। তবুও পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এদিকে পরিবার, আত্মীয়স্বজন এবং অনুরাগীদের মনে একটাই প্রার্থনা ছিল যেন অভিনেত্রী যেন একটু স্বস্তি পান।

আরও পড়ুনঃ বর্ষ শেষেই সুখবর টলিপাড়ায়! মা হতে চলেছেন ভক্তিগীতি ও লোকগায়িকা অদিতি মুন্সি? মাতৃত্বের খবর নিয়ে জোর চর্চা, বিধায়কের ঘরে কবে আসছে নতুন অতিথি?

বর্ষ শেষেই যেন দীর্ঘদিনের লড়াই এবং চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা আর করা গেল না। আজ ২৯ শে ডিসেম্বর, সোমবার সকাল নয়টার সময় অভিনেত্রী শ্রাবণী বণিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়া’ণে বিনোদন জগতে নেমে আসে শোকের ছায়া। আজ বিকেলের দিকে কলকাতার নিমতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। পরিচিত মুখের আড়ালে থাকা একজন লড়াকু মানুষকে এভাবেই শেষ বিদায় জানাতে প্রস্তুত নয় টলিউড।

You cannot copy content of this page