“আমি জানতামই না ভোটাভুটি হবে…এজেন্ডায় ছিল না, আমি নিরপেক্ষ সদস্য!” স্ক্রিনিং কমিটির বৈঠকে ভোট ঘিরে বিতর্কে দেব, এবার স্পষ্ট করলেন নিজের অবস্থান! নিজের অবস্থানেই অনড় অভিনেতা-প্রযোজক?

গত শনিবার স্ক্রিনিং কমিটির বৈঠকের পর থেকেই টলিউডে (Tollywood Controversy) চাপা উত্তেজনা। বৈঠকে সমর্থনের প্রশ্ন ওঠার সঙ্গে সঙ্গেই ‘দেব’কে (Dev) ঘিরে নানা জল্পনা শুরু হয়। অনুরাগীদের মধ্যেও উদ্বেগ যে তিনি কমিটির সঙ্গে দূরত্ব রাখলে, সহ-প্রযোজকদের সঙ্গে সম্পর্ক কি এতে প্রভাবিত হবে না? এমনকি তাঁর ব্যক্তিত্ব নিয়েও নানা কানাঘুষো শোনা যাচ্ছে। এই আবহেই নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে দেব খুব বেশি কথা না বাড়িয়ে দায়িত্বের কথাই সামনে এনেছেন। আরও সামনে এনেছেন বেশ কিছু বিস্ফো’রক তথ্য!

তাঁর মতে, এখন সবচেয়ে জরুরি ভাল ছবি বানানো এবং কাজের দিকেই মন দেওয়া। এদিন দেব আরও জানিয়েছেন, স্ক্রিনিং কমিটির ভোটাভুটির বিষয়টি আগে থেকে তাঁর জানা ছিল না! ছবির প্রচারে ব্যস্ত থাকার সময় হঠাৎই কমিটি থেকে ফোন আসে। তখনই তিনি নিজের মতামত জানিয়ে দেন। কিছু সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত, আবার কিছু বিষয়ে দ্বিমতও রয়েছে। তাঁর কথায়, ‘কমিটি গঠনের উদ্দেশ্য ছিল কাজকে আরও গুছিয়ে নেওয়া। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে নতুন করে মতবিরোধ তৈরি হচ্ছে।’

আগে যাঁদের সঙ্গে নিয়মিত কাজের সম্পর্ক ছিল, তাঁদের সঙ্গে এমন অকারণ ঝামেলা কখনও হয়নি বলেই তিনি মনে করেন। প্রসঙ্গত, ভোট দেওয়া নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তিও তিনি পরিষ্কার করেছেন। দেব জানিয়েছেন যে তিনি ভোট দিয়েছেন ঠিকই, তবে তা কোনও পক্ষের হয়ে নয়। বরং নোটায় ভোট দিয়ে নিজেকে নিরপেক্ষ রেখেছেন! তাঁর দাবি, তিনি কখনও বলেননি যে কমিটিকে সমর্থন করছেন না। বরং ‘হ্যাঁ’ বা ‘না’ এই দুই চরম অবস্থানের মাঝখানেই তিনি দাঁড়িয়ে আছেন।

এই নিরপেক্ষতাকেই তিনি নিজের অবস্থান বলে মনে করেন। এমন অবস্থান ভবিষ্যতে তাঁর কাজে বাধা হয়ে দাঁড়াবে কি না, সে প্রশ্নও উঠেছে অনেকের মনে। তবে দেবের বিশ্বাস, যে মানুষ কাজ বোঝে, পরিশ্রম করে এবং ব্যবসায়িক সাফল্য এনে দিতে পারে, তাকে আলাদা করে আটকানো যায় না! সম্পর্কের টানাপড়েন সাময়িক বলেই তাঁর ধারণা। আজ মতের অমিল থাকলেও আগামী দিনে আবার সবাই একসঙ্গে কাজ করবেন, এই আশাতেই তিনি আস্থা রাখছেন।

আরও পড়ুনঃ “ছবির গল্পের কাঠামো ইতিমধ্যেই তৈরি” —কবীর সুমনের জীবনের অজানা অধ্যায় এবার বড় পর্দায় আনার পরিকল্পনা করছেন সৃজিত মুখার্জি! কবে মুক্তি পাবে এই ছবি, কি জানালেন পরিচালক?

স্ক্রিনিং কমিটির ভবিষ্যৎ ভূমিকা নিয়েও দেবের কিছু প্রত্যাশা রয়েছে। ‘শুধু কোন ছবি কবে মুক্তি পাবে বা কে কত শো পাবে, সেই হিসেবেই কমিটির দায়িত্ব সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং নতুন হল তৈরি, পুরনো হলের সংস্কার এবং সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া প্রেক্ষাগৃহগুলির পরিবেশ রক্ষা’ এই দিকগুলোতেও নজর দেওয়া জরুরি বলেছেন তিনি। তাঁর মতে, তবেই কমিটির অস্তিত্ব সত্যিকারের অর্থে ইন্ডাস্ট্রির কাজে আসবে।

You cannot copy content of this page