২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে, ততই জোরাল হচ্ছে জল্পনা। রাজনীতির মঞ্চে তারকাদের উপস্থিতি তৃণমূল কংগ্রেসে নতুন নয়। ক্ষমতায় আসার পর থেকেই দলের বিভিন্ন উৎসব অনুষ্ঠান আর রাজনৈতিক কর্মসূচিতে নিয়মিত দেখা গিয়েছে পরিচিত মুখদের। নতুন বছরের শুরুতেই তাই প্রশ্ন উঠছে, আগামী নির্বাচনে আর কোন কোন তারকা প্রার্থী হিসেবে সামনে আসতে পারেন। সেই সম্ভাব্য তালিকা নিয়েই এখন রাজনৈতিক মহলে চর্চা।
এই তালিকায় প্রথমেই উঠে আসছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নাম। রাজ চক্রবর্তীর স্ত্রী হিসেবে যেমন পরিচিত, তেমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও পরিচিত শুভশ্রী। গত একুশে জুলাইয়ের মঞ্চে শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর উপস্থিতি নজর কেড়েছিল। তারপর থেকেই গুঞ্জন, তাঁকে কি প্রার্থী হিসেবে দেখা যাবে। যদিও অভিনেত্রী বারবার বলেছেন, রাজনীতি তাঁর পথ নয়, তবু জল্পনা থামেনি।
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা নতুন নয়। ২০২১ সালে তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০২৫ সালের দলীয় মঞ্চে তৃণমূলের পতাকা হাতে নেওয়ার পর থেকেই ফের তাঁর নাম ঘুরছে সম্ভাব্য প্রার্থী হিসেবে। অন্যদিকে ছোটপর্দার জনপ্রিয় মুখ তৃণা সাহা প্রকাশ্যে রাজনীতিতে না আসার কথা বললেও দলীয় অনুষ্ঠানে তাঁর সক্রিয় উপস্থিতি নতুন প্রশ্ন তুলছে।
বছরশেষে বড় চমক দিয়েছেন পার্নো মিত্র। অন্য দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই তাঁর প্রার্থী হওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইমন চক্রবর্তীর নামও উঠে আসছে গায়িকা থেকে জনপ্রিয় মুখ হিসেবে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ শিল্পী হিসেবে পরিচিত ইমন সরকারি অনুষ্ঠানে নিয়মিত গান গেয়ে থাকেন, যা জল্পনাকে আরও উসকে দিচ্ছে।
আরও পড়ুনঃ “আমি নিজে পারিনি, উনিই পথ দেখিয়েছেন…জগন্নাথ দেব না থাকলে সম্ভব হতো না” কিছুতেই কমছিল না ওজন, জগন্নাথ নামেই হলো সমাধান! চিত্রনাট্য থেকে চৈতন্য রূপে পৌঁছানোর মন্ত্র দিয়েছেন ঈশ্বর, জানালেন দিব্যজ্যোতি! কী ঐশ্বরিক অভিজ্ঞতার সাক্ষী তিনি?
এ ছাড়া সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় বক্সী, রূপাঞ্জনা মিত্রের মতো পরিচিত মুখদের নিয়েও কানাঘুষো চলছে। পাশাপাশি সৌমিতৃষা কুন্ডু, ভিভান ঘোষ, রিমঝিম মিত্রের নামও আলোচনায়। শেষ পর্যন্ত কে প্রার্থী হবেন, তা সময়ই বলবে। তবে এটুকু স্পষ্ট, ২০২৬ এর বিধানসভা নির্বাচনে তারকাদের উপস্থিতি নিয়ে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।






