বিনোদন জগতে তারকাদের ব্যক্তিগত জীবন মানেই দর্শকের বিশাল কৌতূহল। কার সঙ্গে কার প্রেম, কার সংসারে ভাঙন, আবার কে নতুন করে জীবন শুরু করছেন—এই সব নিয়েই শুরু হয় চর্চা, জল্পনা আর কখনও কখনও তীব্র বিতর্ক। পর্দার আড়ালে তারকারা কীভাবে নিজেদের সম্পর্ক সামলাচ্ছেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই যেন ব্যস্ত থাকেন অনেকে। আর এই কৌতূহল থেকেই জন্ম নেয় নানা মন্তব্য, কটাক্ষ এবং সামাজিক মাধ্যমে ঝড়।
এই আবহেই গত এক বছর ধরে বিস্তর আলোচনায় রয়েছে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও নৃত্যশিল্পী পৃথা চক্রবর্তীর দাম্পত্যজীবন। আগেই জানা গিয়েছে, তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন। সুদীপ একা থাকছেন, অন্যদিকে দুই ছেলেকে নিয়ে পৃথক সংসার গড়েছেন পৃথা। তবে বিচ্ছেদের পরেও দশমীর দিন শাঁখা-সিঁদুর পরেই দেবীবরণ করেন তিনি। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা কটাক্ষ। যদিও সাফ জবাব দিয়েছেন পৃথা—“আমি আজীবন শাঁখা-সিঁদুর পরেই দেবীবরণ করব।” পাশাপাশি, কেন তিনি এমন সিদ্ধান্তে অনড়, তার নেপথ্যের কারণও খোলসা করেছেন নৃত্যশিল্পী।
এর আগে একাধিকবার সুদীপ ও পৃথা দু’জনেই জানিয়েছিলেন, তাঁদের দাম্পত্য সম্পর্ক কীভাবে এগোবে বা কোন সিদ্ধান্ত নেবেন, তা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত বিষয়। এই ব্যাপারে বাইরের কারও মতামত বা চাপ তাঁরা বরাবরই এড়িয়ে চলতে চেয়েছেন। তবু বাস্তবে দেখা গিয়েছে, তাঁদের সিদ্ধান্ত নিয়ে চর্চা থামেনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গেই মুখ খুলেছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। স্পষ্ট ভাষায় তিনি বলেন, যারা তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন, তারা আসলে “ড্রেনের পোকা।” তাঁর বক্তব্যের মাধ্যমে পরিষ্কার, পারিবারিক বিষয়ে যারা অহেতুক মন্তব্য করছেন, তাঁদের একেবারেই পাত্তা দিতে রাজি নন অভিনেতা।
আরও পড়ুনঃ ‘ভালোবাসা অন্ধ…দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল’ বন্ধুকে হাসপাতালে এমন অবস্থায় দেখে সায়কের গলা ভারী! কোন সমস্যা থেকে দেবলীনার নিজেকে শে’ষ করার চেষ্টা? কী ঘটিয়েছে দেবলীনা নিজের সঙ্গে? ব্যাখ্যা করলেন অভিনেতা!
এখানেই থামেননি সুদীপ। সাক্ষাৎকারে তিনি আরও উল্লেখ করেছেন, “যার সঙ্গে বিচ্ছেদ হয়েছে, তার প্রেমে আবার পড়তে পারি।” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। তবে সব বিতর্কের ঊর্ধ্বে উঠে, সুদীপ যেন এটুকুই বোঝাতে চেয়েছেন—নিজের জীবন তিনি নিজের শর্তেই বাঁচতে চান।






