রাজ্য সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ শোনাতে, রঞ্জিত মল্লিকের বাড়িতে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়! মল্লিকবাড়িতে সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ঘিরে প্রাণবন্ত আলোচনা! শাসকদলে বর্ষীয়ান অভিনেতার যোগদান ঘিরে তুঙ্গে চর্চা!

সকাল থেকেই গল্ফ ক্লাব রোডের মল্লিকবাড়িতে ছিল আলাদা তোড়জোড়। বুধবার বিকেলে সেখানে পৌঁছান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুঁতে রঙের পাঞ্জাবিতে তাঁকে স্বাগত জানান বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক এবং তাঁর স্ত্রী দীপা মল্লিক। সৌজন্য সাক্ষাতে ঘরোয়া পরিবেশে হাসিমুখে শুরু হয় কথাবার্তা। উপস্থিত ছিলেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ও।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রঞ্জিত মল্লিক জানান, প্রায় এক ঘণ্টা সময় কাটান অভিষেক ও তাঁর সঙ্গীরা। মূল আলোচনার বিষয় ছিল গত পনেরো বছরে রাজ্যের কাজকর্ম, উন্নয়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা। পাশাপাশি চলেছে হালকা গল্পগুজবও। স্বাস্থ্যসচেতন অভিষেক বিশেষ কিছু খাননি, শুধু অর্ধেক কাপ দুধ চা পান করেন বলে জানান অভিনেতা।

রাজনীতিতে নামার সম্ভাবনা নিয়ে নানা কৌতূহল থাকলেও সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন রঞ্জিত মল্লিক নিজেই। তিনি স্পষ্ট করে বলেন, রাজনীতিতে যোগ দেওয়ার কোনও আলোচনা হয়নি। বরং কথাবার্তার বেশির ভাগটাই ছিল সিনেমা এবং শিল্পজগত ঘিরে। দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি বর্তমান সময়ের সিনেমা নিয়েও মত বিনিময় হয়।

রঞ্জিত মল্লিক আরও জানান, সাত বছর বয়সে তাঁর ছবি গুরুদক্ষিণা দেখেছিলেন অভিষেক। সেই স্মৃতি আজও নাকি মনে রেখেছেন তিনি। অভিনেতার কথায়, অভিষেক অত্যন্ত ভদ্র ও আন্তরিক মানুষ। বয়সে অনেক ছোট হলেও সিনেমা সম্পর্কে তাঁর আগ্রহ চোখে পড়ার মতো। নিজের দেখা বিভিন্ন ছবির কথা উচ্ছ্বাসের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুনঃ “ভোটার যাচাইয়ের নামে ক্ষ’তি করা হচ্ছে, ভোটাধিকার নিয়ে মানুষের মনে ভ’য় তৈরি হলে চুপ থাকা যাবে না!” এসআইআর প্রক্রিয়ায় ভোগা’ন্তির অভিযোগ তুলে, নির্বাচন কমিশনের দ্বারস্থ পরমব্রত চট্টোপাধ্যায়!

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেকও জানান, রঞ্জিত মল্লিক তাঁর খুবই প্রিয় অভিনেতা। এমন একটি সাক্ষাতে তিনি আনন্দিত ও আপ্লুত। রাজনীতি আর সংস্কৃতির মেলবন্ধনে এই সৌজন্য সাক্ষাৎ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ঘরোয়া পরিবেশে হওয়া এই আড্ডা যেন দুই প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি করল।

You cannot copy content of this page