স্ত্রী ও একরত্তি মেয়েকে নিয়ে সফরে রাহুল, বিমানবন্দরে নেমেই বিপত্তি! সন্তানকে নিয়ে প্রথম ভ্রমণ, অপ্রত্যাশিত ঘটনার মুখে আনন্দ মুহূর্তে বদলে গেল চিন্তায়! ঠিক কী ঘটেছে?

সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু হওয়ায় তারকাদের মধ্যে এখন ভ্রমণের ব্যস্ততা তুঙ্গে। দেশের বিভিন্ন চলচ্চিত্রজগতের শিল্পীদের নিয়ে গঠিত দলগুলি অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। টালিগঞ্জের দলের অধিনায়ক যিশু সেনগুপ্ত এবং গুরুত্বপূর্ণ সদস্য রাহুল মজুমদার। খেলার জন্য সম্প্রতি পুরো দল রায়পুরে পৌঁছলেও সেখানে নেমেই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা।

রাহুল এই সফরে স্ত্রী প্রীতি বিশ্বাস ও ছোট মেয়েকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। কিন্তু বিমানবন্দরে নামার পরেই সমস্যায় পড়ে পরিবারটি। অনেক যাত্রীরই লাগেজ পৌঁছায়নি বলে জানা যায়। কলকাতা বিমানবন্দরেই সম্ভবত বেশ কয়েকটি ব্যাগ থেকে গিয়েছে। বিষয়টি নিয়ে বিমান সংস্থার তরফে তখনও কোনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি, ফলে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

প্রীতি বিশ্বাস নিজেই জানান তাঁদের একটি ব্যাগও আসেনি। সেই ব্যাগেই ছিল ছোট মেয়ের খাবারসহ দৈনন্দিন প্রয়োজনীয় বেশ কিছু জিনিস। নতুন জায়গায় এসে এই পরিস্থিতি তাঁদের যথেষ্ট চিন্তায় ফেলেছে। নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ করতেও অসুবিধা হচ্ছিল বলে জানান প্রীতি। তবু তাঁরা দ্রুত অভিযোগ জানাতে উদ্যোগী হয়েছেন।

উল্লেখ্য প্রীতি বিশ্বাস ছোট পর্দার পরিচিত মুখ। বহু জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন তিনি। মা হওয়ার পর আপাতত অভিনয় থেকে কিছুটা বিরতিতে রয়েছেন। একই ভাবে রাহুলও মেয়ের জন্মের পরে কিছুদিন ছুটি নিয়েছিলেন। হরগৌরী পাইস হোটেল শেষ হওয়ার পর তাঁকে নিয়মিত পর্দায় দেখা যায়নি।

আরও পড়ুনঃ “শু ছাড়া দে কি সম্ভব?” “দেশু একসঙ্গে আর চমক থাকবে না?” রবিবাসরীয় সকালে ‘দেশু ৭’ নিয়ে শুভশ্রীর বড় ইঙ্গিত! ভিডিও বার্তায় অভিনেত্রীর দাবি, এমন কিছু আসছে যা দেশে আগে হয়নি?

তবে দর্শকদের জন্য সুখবর রয়েছে। সম্প্রতি একটি নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে, যেখানে আবার দেখা যাবে রাহুলকে। নতুন চরিত্রে পর্দায় ফেরার প্রস্তুতি চলছে তাঁর। ব্যক্তিগত সফরের এই ছোটখাটো সমস্যার মাঝেও কাজের প্রতি তাঁর উৎসাহ ও দায়িত্ববোধ আগের মতোই অটুট রয়েছে বলে মনে করছেন অনুরাগীরা।

You cannot copy content of this page