“আমার মতে শুভশ্রীর সঙ্গে দেবের বিয়ে হলে মন্দ হত না, কিন্তু আমার কপাল…” গতকাল লাইভের পর ‘দেশু’ জুটির প্রত্যাবর্তনে নস্টালজিয়ায় ভাসছে দর্শক, অপ্রত্যাশিত প্রতিক্রিয়া জানালেন রাজ চক্রবর্তীও!

নস্টালজিয়া কখন যে হঠাৎ করে বর্তমানকে ছুঁয়ে ফেলে, তার ঠিকানা প্রায়ই হয়ে ওঠে সমাজ মাধ্যম। ঠিক তেমনই গতকালের ‘দেশু’ (Desu) লাইভ, অগণিত ভক্তদের ভাসিয়ে নিয়ে গেল নস্টালজিয়া। ঠিক যেমনটা হয়েছিল গত বছরের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বা নৈহাটির বড়মার মন্দিরে লাল শাড়ি-পাঞ্জাবি পুজো দিতে দেখে। দেব-শুভশ্রীকে (Dev-Subhashree) আবার কাছাকাছি দেখে বহু দর্শকের মনেই একটাই কথা ঘুরেছে! ইস, যদি সত্যিই ওরা বর-বউ হত!

এই আক্ষেপ নতুন নয়, তবে ডিজিটাল যুগে তা অনেক বেশি জোরালো হয়ে উঠেছে। দেব-শুভশ্রী জুটির প্রতি এই আবেগের পিছনে রয়েছে এক প্রজন্মের দীর্ঘ ইতিহাস। সেই ‘চ্যালেঞ্জ’ থেকে শুরু করে একের পর এক হিট ছবিতে তাঁদের রসায়ন একসময় টলিউডে আলাদা “ম্যাজিক” তৈরি করেছিল। সেই সময়ে তাঁদের ব্যক্তিগত সম্পর্কও আলোচনায় ছিল। কিন্তু বাস্তব জীবন অন্য পথে এগিয়েছে। বিচ্ছেদের পর শুভশ্রী নিজের জীবন গুছিয়েছেন রাজ চক্রবর্তীর সঙ্গে আর দেব তৈরি করেছেন নিজের আলাদা জগৎ।

বর্তমানে তিনি অভিনেতা এবং প্রযোজক। ব্যক্তিগত দিক থেকেও রুক্মিণী মিত্রের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ব্যক্তিগত জীবনে যতই তিক্ত থাকুক, দর্শকদের আবদার তো আর ফেলে দেওয়া যায় না! তাই নতুন বছর পড়তেই ঘোষণা হয়, আসন্ন দুর্গাপুজোয় দেব-শুভশ্রী আবার একসঙ্গে পর্দায় ফিরছে! এই খবরে ভক্তরা যেমন খুশি, তেমন নতুন করে শুরু হয় ট্রোলিং! এই আবেগের কেন্দ্রে এসে পড়েন রাজ চক্রবর্তীও। সমাজ মাধ্যমে নানান কটাক্ষ, মিম আর মন্তব্যের মাধ্যমে তাঁকে প্রশ্নের মুখে দাঁড় করানো হয়।

শুভশ্রীর জীবনে দেব থাকলে নাকি সবকিছু ‘আরও ঠিক’ হত! এই প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে রাজের বক্তব্য কার্যত আগুনে ঘি ঢালে। সম্প্রতি রাজ কোনও ঘুরপথে না গিয়ে অত্যন্ত সোজাসাপ্টা কথাই বলেন। তিনি স্বীকার করেন, একসময় তাঁরও মনে হয়েছিল যে দেব আর শুভশ্রীর বিয়ে হলে ভালোই হত। কিন্তু একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করেন, জীবন শেষ পর্যন্ত যেখানে গিয়ে থেমেছে, সেখানেই তাঁরা সুখী। শুভশ্রীর সঙ্গে তাঁর সম্পর্ক, তাঁদের সংসার সবটাই তিনি আত্মবিশ্বাসের সঙ্গেই তুলে ধরেন। দেবকে ‘ভালো ছেলে’ বলতেও তাঁর দ্বিধা নেই।

আরও পড়ুনঃ “শরীর-মন দুই বন্ধু, তাই দু’জনকেই ভালো রাখার দায়িত্ব আমাদের” কাঞ্চন অধ্যায় অতীত, ঝড় পেরিয়ে জীবনের নতুন মানে খুঁজে পেলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়! মানসিক শান্তির বার্তা দিলেন অভিনেত্রী!

এই খোলামেলা বক্তব্য অনেকের কাছেই অপ্রত্যাশিত লেগেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অতীতের টানাপড়েন ছাপিয়ে বর্তমানের পরিপক্বতা। দেব ও শুভশ্রী দুজনেই জানিয়েছেন, তাঁরা এখন শুধুমাত্র পেশাদার দৃষ্টিভঙ্গিতেই একে অপরকে দেখেন। এই ফের একসঙ্গে কাজ করার পিছনে রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রের সমর্থনের কথাও তাঁরা প্রকাশ্যে স্বীকার করেছেন। একই সঙ্গে অনুরাগীদের কাছে তাঁদের অনুরোধ ছিল ভালোবাসা থাকুক, কিন্তু বর্তমানের সম্পর্কগুলোর প্রতি সম্মান যেন বজায় থাকে।

You cannot copy content of this page