সূর্য প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে, কোন কোন রাশি সাবধানে থাকবেন দেখে নিন একঝলকে!

সূর্যকে বলা হয় গ্রহদের রাজা। উন্নতি, সম্মানের কারক গ্রহ হল সূর্য। সূর্য আজ বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। তাই কিছু রাশির ভালো সময় শুরু হবে আবার কিছু রাশির অত্যধিক টাকা খরচা হবে। আসুন জেনে নেওয়া যাক, কোন রাশির কেমন যাবে সময়।

সাবধানে থাকবে যে রাশি:
এইসময় সাবধানে থাকতে হবে ধনু, মেষ, বৃষ, তুলা রাশির জাতক জাতিকারা‌। বাড়তি সর্তকতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। অনেক টাকা খরচা হয়ে যেতে পারে। অল্প পরিশ্রমে কাজে সাফল্য মিলবে না। সূর্যের গোচরের সময় অত্যধিক পরিশ্রম করলে তবেই মিলবে কাজে সাফল্য।

কোন রাশির ভাল সময় যাবে?

কন্যা,মকর,কুম্ভ ও মিথুন রাশির জাতকরা এইসময় শুভ ফল লাভ করবেন। কোন কাজ যদি শুরু করার পরিকল্পনা থাকে তাহলে এইটা সবথেকে শুভ সময় তা শুরু করার। হাতে প্রচুর টাকা আসতে পারে। আর্থিক অবস্থা ভাল হবে এবং মান সম্মানও বৃদ্ধি পাবে।

You cannot copy content of this page