বিপাকে হিরো আলম! থানায় ছুটল বাংলাদেশের সঙ্গীতশিল্পী
আবার সমস্যায় পড়লেন বাংলাদেশের অভিনেতা হিরো আলম। মেসিকে নিয়ে একটি গান নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলেন তিনি। সেই অভিযোগে এবার পুলিশের দ্বারস্থ হলো বাংলাদেশের এক সংগীতশিল্পী। চক্রান্ত করা হচ্ছে পাল্টা দাবি করলেন হিরো আলম।
বাংলাদেশের একজন সাধারন ব্যবসায়ীর মতোই জীবন ছিল হিরো আলমের। তারপর নিজের পরিশ্রমের যে নিজেকে সেলিব্রেটিতে পরিণত করেছেন তিনি। ইতিমধ্যে পাঁচশোর বেশি ভিডিওতে কাজ করেছেন তিনি এবার সেই হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডি করা হলো। কলাবাগান থানায় অভিযোগ করেছেন তারেক আজিজ নিশক। অভিযোগ ২০২১ সালের ৭ জুলাই কোপা আমেরিকা ফাইনাল খেলা উপলক্ষে বন্ধন টিভির জন্য ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচের আগে মেসিকে নিয়ে একটি গান তৈরি করেছিলেন তিনি। বন্ধন টিভির ইউটিউব চ্যানেলে আপলোড করেন সেই গান। পরে তাঁর অনুমতি না নিয়ে হিরো আলম সেই গানটি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করে ফেলেন।
এই বিষয় নিয়ে তারেক হিরো আলমকে আপত্তি জানালে অন্যায়ভাবে তারেকের চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেন হিরো আলম। ফোনে বিভিন্ন হুমকিও আসে। এরপরই থানায় ছোটেন তারেক।