ভ্যালেন্টাইন্স ডেতে টাইটানিকের গান গেয়ে তার পিন্ডি চটকালেন হিরো আলম! শুনেই মাথা গরম হয়ে গেল নেটিজেনদের

বাংলাদেশের এক বিখ্যাত গায়ক এবং নায়ক আছেন যাকে এপার বাংলার বোধহয় সকলে চেনেন। তিনি হলেন হিরো আলম।অভিনয় এবং গান না পারলেও তাকে জোর করে অভিনয় এবং গান করতেই হবে। আর তার জন্য তাকে ট্রোল এর শিকার হতে হয় অবিরত।তবু তিনি গান গাওয়া এবং অভিনয় করা থেকে বিরত থাকতে পারেন না।এবার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে টাইটানিক এর বিখ্যাত গান এভরি নাইট ইন মাই ড্রিমস গেয়ে ফেললেন হিরো আলম।যে গান শুনে এখন কানে আঙ্গুল দিয়ে বসে আছেন নেটিজেনরা।

তবে এই প্রথমবার নয়, এর আগেও তিনি ‘পুষ্পা’ ছবির গান গেয়েছেন। ‘মানিকে মাগে হিথে’ গেয়ে সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছেন। আর প্রত্যেকবারই তাঁকে নানান কটাক্ষের মুখে পড়তে হয়েছে।

তিনি যে ভিডিওই আপলোড করুন না কেন, তাঁকে নিয়ে মজা করতে ছাড়েন না নেটিজেনদের একাংশ। তাঁর কথাবার্তা থেকে শুরু করে পোশাক-আশাক, সব নিয়েই ট্রোলড হন হিরো আলম।
হিরো আলমের এই গানের নানান মানুষ নানান কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, “এই গানের মৃত্যুতে আমরা সবাই শোকাহত”। আবার কেউ লিখেছেন, “অবশেষে ইংরেজি উচ্চারণ শিখতে পারলাম শুধু মাত্র হিরু ভাইয়ের জন্য। ধন্যবাদ হিরো আলম”।

কেউ আবার এই গান শুনে লিখেছেন, “বিনোদনের জন্য হিরো আলম প্রথম”। কেউ আবার বেশ কটাক্ষ করেই লিখেছেন, “মানুষ ডিপ্রেশনে থাকলেও এতো সুইসাইড করবে না, যতোটা সুইসাইড করবে এই হিরো আলমের অত্যাচারে”। এমন নানান মজার কমেন্ট করা হয়েছে হিরো আলমের এই গানের ভিডিওতে।

নিজের এই নতুন গান প্রসঙ্গে হিরো আলম বলেন, “দর্শক নতুন গানের অনুরোধ করছেন। আমি চেষ্টা করলাম অনুরোধ রাখার। টাইটানিক সিনেমার গানগুলো বেশ জনপ্রিয়। তাই ভালোবাসা দিবসে টাইটানিকের গান উপহার দিলাম সকলকে। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না তবুও কষ্ট করে গানগুলো গেয়েছি। আশা করছি অন্যান্য গানের মতো এই গানটাও ভাইরাল হবে”।
এই গানের ভিডিওতে হিরো আলমকে তাঁর স্ত্রী নুসরত জাহান সুমিকে দেখা গিয়েছে।

You cannot copy content of this page