দ্বিতীয় বিয়ে করতে পারেন ‘কাঁচা বাদাম’ স্রষ্টা! চিন্তায় স্ত্রী আগলে রাখছেন ভুবনকে

চেয়েছিলেন বাদাম বিক্রি করে সাদামাটা জীবন যাপন করতে। কিন্তু ভাগ্যে ছিল অন্য কিছু। তাই বাদাম বিক্রি করতে করতেই জগৎ বিখ্যাত হয়ে উঠলেন ভুবন বাদ্যকর। পেশায় তিনি গায়ক জন। আবার কোনোদিন গায়ক হওয়ার স্বপ্নও দেখেননি। কিন্তু ভগবানের কী লীলা! এখন তিনি বাদাম বিক্রেতা হিসেবে নন, জনপ্রিয় হয়েছেন কাঁচা বাদাম গান গেয়ে। আসলে মিষ্টি সুরে তিনি বিক্রি করতেন বাদাম। সেই থেকেই সেটা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর তারপরই তাঁর পরিচিতি হয় বিশ্বজুড়ে। তবে স্বামীর এই নামডাক ভালো চোখে দেখছেন না তাঁর স্ত্রী অনিমা। ভয় যদি স্বামী এত টাকা পয়সা পেয়ে দ্বিতীয় বিয়ে করে বসে!

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন অদ্ভুত কথা ভুবন নিজেই জানিয়েছেন। তিনি মুর্শিদাবাদের বাসিন্দা হলেও এই গান ভাইরাল করেন বাংলাদেশের নেটনাগরিকরা। বর্তমানে বিদেশ থেকে ডাক আসছে তাঁর। কিন্তু তিনি বাংলাদেশ যাবেন না। কেনো? কারণটা ভারী অদ্ভুত শোনালেও তাঁর স্ত্রীর ধারণাকেই তিনি গুরুত্ব দিয়েছেন আর তাই এই সিদ্ধান্ত নিয়েছেন। স্ত্রী অন্য রকম ভাবছেন। তিনি ভাবছেন ওখানে গেলে যদি তাঁকে তারা আর না ছাড়ে। যদি সেখানে বিয়ে করে নেন ভুবন। হাসি পেলেও হঠাৎ করে জনপ্রিয় হয়ে ওঠা ভুবনের সাধারণ স্ত্রীর এমনটা মনে হওয়া খুব অস্বাভাবিক নয়।

এদিকে আর বাদাম বিক্রি করতেও চান না ভুবন। কারণ তিনি বাদাম বিক্রি করলেও লোক সেটা নেবে কম আর ভিড় করবে বেশি। আবার তাঁর মনে হয় সেলেব হওয়ার পরেও যদি বাদাম বিক্রি করেন তাহলে লোকে কী মনে করবে?

You cannot copy content of this page