ট্যাক্সির ডিকি খুলতেই বেরোলো র’ক্তা’ক্ত হাত! অভিনেতা সৌরভ দাসের ট্যাক্সিতে মিলল মানুষের দে’হ, চালক পলাতক! শহরতলীর জনবহুল রাস্তায় হঠাৎ আতঙ্ক! বিপদে পড়ে কি জানালেন অভিনেতা?

সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনার পর সামাজিক মাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা ‘সৌরভ দাস’ (Saurav Das)। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, ভিডিও এবং নানান জল্পনা এখন ঘুরছে সর্বত্র। কিন্তু ঠিক কী ঘটেছিল গতকাল রাতে? শুক্রবার সন্ধ্যেতে শহরতলীর রাস্তায় হঠাৎ আতঙ্কের পরিবেশ! জনবহুল রাস্তা পাশের ফুটপাতে একাধিক খাওয়ার দোকান আর তাতে হরেক রকম লোকের ভিড়। হঠাৎ একটা হলুদ-কালো ট্যাক্সিকে নিয়ে তৈরি হলো চাঞ্চল্য!

সেই ট্যাক্সির ডিকিতে নাকি ছিল একটা আস্ত মানুষের মৃ’তদে’হ! তাও আবার সাধারণ মানুষের চোখ এড়িয়ে আবিষ্কার করলেন অভিনেতা সৌরভ দাস! তিনি নাকি গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য একটি ট্যাক্সি ডাকেন। হঠাৎ লক্ষ্য করেন ট্যাক্সির ডিকি থেকে একটা র’ক্তা’ক্ত হাত কিছুটা বেরিয়ে আছে। সন্দেহবশত পুরো ডিকিটা খুলতেই, দেখেন একটা লা’শ! ততক্ষণে গাড়ির চালক পলাতক! কী করবেন বুঝতে না পেরে তিনি সাধারণ মানুষকে ডেকে দেখাতে থাকেন সেটি। অনেকেই ঘাবড়ে গিয়ে পুলিশেও খবর দেয়।

অভিনেতা সাংবাদিকদের জানান, তিনি হয়তো আবার বিতর্কে জড়াতে পারেন, তবে এটিতে তাঁর কোনও হাত নেই। তিনি সামনেই একটি অনুষ্ঠান দেখতে এসেছিলেন মাত্র। প্রসঙ্গত, কিছুদিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা। একটি ভিডিও সমাজ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল, অভিনেতা স্ত্রীর নাম শুনেই কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উত্তর দিয়েছিলেন। তার কথা বলার ধরন এবং মাঝে মধ্যে আটকে যাওয়ার প্রবণতা দেখে অনেকেই ভেবেছিলেন তিনি মদ্য’প অবস্থায় রয়েছেন।

গাড়ির চালকের আসনে বসে অভিনেতার এই ভিডিও দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এমন অবস্থায় গাড়ি চালানো কতটা আইনসম্মত! তারপর অভিনেতার স্ত্রী দর্শনা, সমাজ মাধ্যমে এসে সম্পূর্ণ পরিস্থিতি ব্যাখ্যা করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ব্যস্ততার কারণে অভিনেতা মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন, তবে নে’শাগ্রস্ত নন। এর আগেও ‘দা বেঙ্গল ফেইলস’-এর ‘গোপাল পাঁঠা’ চরিত্রকে নিয়েও বিতর্কে জড়িয়ে ছিলেন অভিনেতা।

আরও পড়ুনঃ ‘মদনদার জন্যই আমার ভাগ্য খুলেছিল!’ লক্ষ্মীকান্তপুর লোকালের গানের উদ্বোধনে মদন মিত্রকে প্রশংসায় ভরালেন গায়িকা ইমন চক্রবর্তী!

তবে, এদিন কি সত্যি সত্যিই কোনও বিপদের সম্মুখীন হলেন তিনি, নাকি কোনও কারণে সাধারণ মানুষদের নজরে আসার চেষ্টা মাত্র? উল্লেখ্য, আসন্ন ১৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে, সৌরভ দাস অভিনীত ‘দা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। যেটি নাকি ইতিমধ্যেই সেন্সর বোর্ডের তরফে ৫৪টি কাটের মধ্যে দিয়ে গেছে। অভিন্নতা আগেই জানিয়েছেন এমন দুঃসাহসী ছবি বাংলায় এর আগে হয়নি। আর এদিন এই ছবির প্রচার করতেই এমন পরিকল্পিত কৌশল অবলম্বন করেছিলেন অভিনেতা।