বরুণকে ফ্রি-তে সোনার গয়না দিয়ে দিতে চান এক ভক্ত! যা করে উঠলেন বরুণ ধাওয়ান..

বলিউডের নায়ক বরুণ ধাওয়ানের ফ্যানের সংখ্যার শেষ নেই। বিশেষ করে মহিলা ভক্তদের সংখ্যাই বেশি। আর তারকারা ক্রাশ হয়ে গেলে ফ্যানেরা অনেকেই অনেক কিছু করে বসে যা কল্পনাও করা যায় না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও। বরুণের এক ফ্যান এক বিশেষ মনের ইচ্ছে প্রকাশ করেছেন নায়কের কাছে। সেটাই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বরুণ ধাওয়ানের এক ভক্ত অভিনেতাকে নিজের গয়নার দোকানে আমন্ত্রণ জানাচ্ছে। বরুণ নিজের গাড়িতে উঠতে যাবেন, সেই মুহূর্তে পাপারাতিজের জন্য পোজ দিতে ব্যস্ত হয়ে পড়েন। তখনই ওই ফ্যান ছবি তুলতে ছুটে যায় নায়কের কাছে। তারপরেও তাঁকে বিশেষ প্রস্তাব দিয়ে বসে সে।

নিজের গয়নার দোকানে প্রিয় তারকাকে আমন্ত্রণ জানিয়ে বলে, ‘কোনওরকম টাকা লাগবে না, ফ্রি-তে গয়না নিয়ে যান’। এমন শুনেই রীতিমতো অবাক নায়ক। তিনিও হেসে ফেলেন এই প্রস্তাবে। বরুণ হাসি চাপতে পারেননি। বলে উঠেন, ‘আরে বাপরে! আবার ফ্রি-তে সোনা না দেওয়ার পরামর্শ দেন মজা করেই। তবে ওই মহিলা থেমে যাননি। আবার বলেন মেকিং চার্জও নাকি লাগবে না নায়কের জন্যে।

কমেন্ট বক্সে বরুণের জন্য উপচে পড়ছে সকলের ভালোবাসা। যেভাবে এই পরিস্থিতির মোকাবিলা করলেন তিনি তাতে সবাই অবাক। তাই সবাই তাঁর বুদ্ধিমত্তার প্রশংসা করলেন। কেউ বলছেন, বরুণ নাকি মাটির মানুষ। আবার কেউ লিখেছেন, স্টার কিড হলেও বরুণের মধ্যে নেই অহংকার। আর এভাবেই আরও অনেকের মন জিতে নিলেন নায়ক।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

You cannot copy content of this page