লতাজির গান শুনে ছবির সামনে বসে অঝোরে কাঁদছে পোষ্য! ভাইরাল ভিডিও

ওদেরও মন আছে, কথা বলতে না পারলেও অভিব্যক্তিতে প্রকাশ করতে পারে ওরা সব। মনিব প্রয়াত হয়েছেন। সেই কষ্ট চোখে মুখে প্রকাশ পেল পোষ্য কুকুরের। এর আগেও এক বিখ্যাত তারকা’র মৃত্যুর পর তাঁর পোষ্য কুকুরের এমন চিত্র ধরা পড়েছিল। এবার আবার লতাজির মৃত্যুর পর তাঁর পোষ্য কুকুর কেঁদে ভাসালো। এই ভিডিও আবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গত সপ্তাহের ৬ই ফেব্রুয়ারি রবিবার ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকরের প্রয়ানে যেমন শোকস্তব্ধ গোটা দেশ ঠিক তেমন তাঁর পোষ্য কুকুর একইভাবে দুঃখ প্রকাশ করলো। এই ভিডিও ভাবিয়ে তুলেছে নেটিজেনদের। তারা অবাক একটা প্রাণীর কাছ থেকে এমন অভিব্যক্তি পেয়ে। একটি ঘরের মধ্যে টিভিতে গান চলছে লতার। আর সেই সময় ঘরে ঢুকে আসে তাঁর আদরের পোষ্য কুকুরটি। সেই সময়েই লতাদির কন্ঠ শুনতে পেয়ে তাকে চোখের সামনে না দেখতে পেয়ে সেই কষ্ট প্রকাশ করতে চিৎকার করে উঠছে প্রাণীটি। এমনকি গন্ধ শুঁকে তার মালিককে খুঁজে বের করার চেষ্টা করছে সে।

লতাজির কন্ঠ শুনতে না পেয়ে এদিক ওদিক থেকে খুঁজে বেড়াচ্ছে সে কিন্তু সে বুঝতে পারছে না আর কোনদিন চোখের দেখা দেখতে পারবে না তাঁর মালিককে। এমন দৃশ্য সত্যিই মর্মান্তিক। Tube light News নামের একটি চ্যানেল প্রথমেই ভিডিও আপলোড করে ইউটিউবে। তারপরেই নেট মাধ্যমে তা মানুষের হাতে হাতে পৌঁছে যায়। কমেন্ট বক্সে অনেকে তাদের নিজেদের প্রিয় পোষ্যদের কথা বলেছে। প্রাণীদের অনুভব ক্ষমতা খুব বেশি এটা বলাই বাহুল্য। এমন ভিডিও দেখার পর মানুষে বিশ্বাস করতে বাধ্য যে প্রাণীরা মানুষের থেকে কোন অংশে কম ভালবাসে না।

You cannot copy content of this page