এখনো কথা বলতে শেখেনি এদিকে অবিকল সুর করে গাইছে ‘কাঁচা বাদাম’! ভাইরাল হল এই খুদের কীর্তি

কিছুদিন আগে কাঁচা বাদাম বিক্রি করে ভাইরাল হন এক বিক্রেতা। বিক্রির মাধ্যম ছিল গান। সেই কাঁচা বাদাম গান তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় খুব কম সময়ের মধ্যে। ভুবন বাদ্যকর এই গানটি গেয়েছেন। এরপর সোশ্যাল মিডিয়ায় রীতিমত ট্রেন্ডে উঠে আসে এই গানটি। বহু মানুষ এরপর গেয়েছে এই গানটি।

তবে এবার একটি শিশু এই গান গেয়ে ভাইরাল হয়েছে। অল্প অল্প হাঁটতে চলতে শেখার পাশাপাশি সে এখনো ঠিকঠাক কথাও বলতে শেখেনি। তবুও আদো আদো গলায় তার এই গান গাওয়া বেশ পছন্দ করেছেন সাধারণ মানুষ। শিশুটি চেয়ারে বসে রয়েছে। সেই সময়ে কাঁচা বাদাম গানটি বাজতে থাকে।

পছন্দের গান বাজার সঙ্গে সঙ্গে সেই তালে তাল মিলিয়ে শিশুটি গাইতে থাকে ‘কাঁচাআআআ বাদাম’। এরপরেই গানের লাইনে তার মুখ থেকে শোনা যায় ‘দিয়ে যাবেন। তাতে সমান সমান বাদাম পাবেন।’ এখানেই শেষ নয়, এর পাশাপাশি ওই খুদে মিউজিকের তালে হঠাৎ করে চিৎকার করে ওঠে ও অরিজিনাল গানের মতই ‘উইও’ গেয়ে ফেলে। ওই ভিডিওটি বেশ মজার লেগেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।

You cannot copy content of this page