‘পরশুরা’মে আর দেখা যাবে না কি লাড্ডুকে? পর্দার মা তটিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ, তৃনা সাহার আচরণেই কি স্টার জলসার হিট ধারাবাহিক ছাড়ছেন অভিনম বিশ্বাস?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ প্রথম দিন থেকেই টিআরপি তালিকায় নিজের শক্ত জায়গা তৈরি করে নিয়েছে। শুধু নিজের অবস্থান ধরে রাখাই নয়, একাধিক সপ্তাহ ধরে প্রথম স্থানও দখল করে রেখেছে এই ধারাবাহিক। পরিবারকেন্দ্রিক গল্প, আবেগ আর সম্পর্কের টানাপোড়েনে ভর করে খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করে নিয়েছে ‘পরশুরাম’।

এই ধারাবাহিকের সবচেয়ে বড় শক্তি তার চরিত্রগুলো। পরশুরাম, তটিনী কিংবা ছোট্ট লাড্ডু—প্রতিটি চরিত্রই আলাদা করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বিশেষ করে লাড্ডু চরিত্রটি শিশু দর্শকদের পাশাপাশি বড়দের কাছেও ভীষণ প্রিয়। তার সহজ-সরল আচরণ, মিষ্টি সংলাপ আর স্বাভাবিক অভিনয় ধারাবাহিকটিকে আরও আপন করে তুলেছে।

দর্শকদের একাংশের মতে, ‘পরশুরাম’-এর সাফল্যের নেপথ্যে শুধু গল্প নয়, শিল্পীদের পারস্পরিক বোঝাপড়া আর পর্দার রসায়নও বড় কারণ। পর্দার মা-ছেলের সম্পর্ক দর্শকদের আবেগে নাড়া দিয়েছে বহুবার। তাই ধারাবাহিকের কোনও চরিত্রে বদলের খবর স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়াচ্ছে।

সেই কৌতূহলের মাঝেই উঠে আসছে এক বড় খবর। শোনা যাচ্ছে, পরশুরামে আর দেখা নাও যেতে পারে পরিচিত লাড্ডুকে। সূত্রের দাবি, লাড্ডু চরিত্রে অভিনয় করা অভিনেতা অভিনম বিশ্বাস নাকি ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। অভিযোগ উঠেছে, পর্দার মা তটিনী চরিত্রে অভিনয় করা অভিনেত্রী তৃনা সাহার সঙ্গে ব্যবহারজনিত সমস্যার কারণেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুনঃ ‘ও মোর দরদিয়া’র সেটে হঠাৎ অসুস্থ রণিতা, তড়িঘড়ি ভর্তি করা হয়েছে হাসপাতালে! এখন কেমন আছেন নায়িকা?

ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, দিনের পর দিন মানসিক চাপে ছিলেন অভিনম। তৃনা সাহার বিরুদ্ধে বাজে ব্যবহার ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে বলেই দাবি। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে তৃনা বা চ্যানেলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে সত্যিই যদি লাড্ডু চরিত্রে বদল আসে, তা হলে ‘পরশুরাম’-এর গল্পে যে বড় পরিবর্তন আসতে চলেছে, তা বলাই বাহুল্য।

You cannot copy content of this page