কাঁচা বাদামের পর এবার বাদাম কাকুর নতুন গান ‘বাদাম নেবে বুবু’! একের পর এক ভাইরাল গান গাইছেন বাদাম কাকু
আর বাদাম বিক্রি নয়, ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর গানটাকেই পেশা করে এবার মানুষের মন জয় করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তাই একের পর এক গান গাইছেন। এবার বাদাম নিয়ে ফের এক নতুন গান গাইলেন ভুবন। গানের নাম বাদাম নেবে বুবু। তবে এই গানের কথা শুনে এইবার বেজায় রেগে গেলো নেটিজেনরা। কেনো?
কাঁচা বাদাম’ গানের পর ‘বাদামওয়ালি’ গান আনেন ভুবন বাদ্যকর। সেই গানের রেশ মিটতে না মিটতেই এবার আরও একটি স্টুডিওতে নতুন গান রেকর্ড করলেন। ‘বাদাম নেবে বুবু, হাবুডুবু ডুবু!’ দাবি করা হচ্ছে এই গানটির কথা নাকি তিনি নিজেই লিখেছেন। সোশ্যাল মিডিয়াতে গানের ভিডিওর যে অংশ প্রকাশ পেয়েছে তাতে দেখা গেলো স্টুডিওতে এক মিউজিশিয়ান বাদাম কাকুর গানের সঙ্গে গিটার বাজাচ্ছেন। গানের কথায় সুর বসাচ্ছেন। আর ভুবন প্র্যাকটিস করছেন। ব্যাস, এই গানও ভাইরাল হলো।
তবে এবার আর সুখ্যাতি হয়নি ভুবনের। নেটিজেনরা ট্রোল করতে শুরু করেছে। অনেকেই বলছে কথার মধ্যে নেই কোনো বিষয়বস্তু। গান শুনে রীতিমতো হাসাহাসি শুরু হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। রানু মন্ডলের দ্বিতীয় ভার্সন বা বাংলাদেশী গায়ক ‘হিরো আলম ভর করেছে’ এমন কটাক্ষ এসেছে ভুবনের উদ্দেশ্যে।