কৃত্রিম পা নিয়েই জীবনের প্রতিবন্ধকতাকে জয় করলেন নৃত্যশিল্পী! ইচ্ছে শক্তিতে ভর করে সাফল্যের ভিডিও দেখে চোখের জল বাঁধ মানছে না নেটবাসীর

কথায় আছে, ‘জীবনে অসম্ভব বলে কিছু নেই’। মানুষ যদি চায় তাহলে প্রতিটা অসম্ভবকেই সম্ভব করে তুলতে পারে। আজকের দিনে এমন অনেক উদাহরণ রয়েছে যে বা যাঁরা শারীরিক শত প্রতিবন্ধকতা থাকার দরুনও জীবনে সফলতা অর্জন করেছে।

বর্তমানে, এমন এক ঘটনা আবারও সমাজের বুকে আবারও উঠে এসেছে যা কিনা নজর কেড়েছে নেটিজেনদের। এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এমন এক ভিডিও যা দেখে অবাক হবে অনেকেই।

পেশাগত এক নৃত্যশিল্পী যাঁর কিনা দুই পা কৃত্রিম, তা সত্ত্বেও তাঁর নাচের মাধ্যমে পৃথিবী জয় করছে। অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির নাচে মুগ্ধ নেট পাড়া। সোশ্যাল মিডিয়ায় এই ব্যক্তির নাচের ভিডিও প্রায়শই দেখতে পাওয়া যায়। এই ব্যাক্তি নাচ শুধু মনের ইচ্ছা পূরণের জন্যই নয়, রীতিমতো নিয়মিত নাচ শেখান তিনি।

সূত্র মারফত জানা গেছে, এই নৃত্যশিল্পী অমৃতসরের বাসিন্দা। যুগের সঙ্গে তাল মেলানোর জন্য নাচের বিভিন্ন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে এই ব্যক্তি। এমনকি ক্লাসের বিভিন্ন ভিডিও সমাজ মাধ্যমে শেয়ার করেন এই ব্যাক্তি। জীবনে বাঁধা থাকা সত্ত্বেও সফলতা এখন তার সফলতা এখন হাতের মুঠোয় দেখে বাহবা জানিয়েছেন অজস্র নেটবাসী।

আরও পড়ুনঃ হঠাৎ করেই পালিয়ে বিয়ে করলেন অভিনেতা সায়ক চক্রবর্তী! পরিবারকে না জানিয়েই নিলেন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত! পাত্রী নাকি টেলিপাড়ার এক সুন্দরী! চেনেন তাঁকে?

অজ্ঞাত পরিচয়ের এই ব্যক্তির ভিডিও দেখে চোখের জল ধরে রাখতে পারেনি অনেকেই, ভরে গিয়েছে মন্তব্যের বাক্স। কেউ বলেছেন, ‘বাধা সত্বেও দুনিয়া জয় করলেন আপনি’। আবার কেউ বলেছেন, ‘বাধা পেরিয়ে কীভাবে স্বপ্নপূরণ করা যায়, আপনি নতুন করে শেখালেন!’

You cannot copy content of this page