টিআরপি দৌড়ে জি বাংলাকে পেছনে ফেলে রাজত্ব স্টার জলসার! পরশুরাম ফের শীর্ষস্থানে! প্রথম তিনটে স্থানই দখল করল জলসার ধারাবাহিক! অন্যদিকে তলানিতে গিয়ে ঠেকেছে জগদ্ধাত্রী!

দৈনন্দিন ব্যস্ততার মাঝে এখন মানুষের বিনোদনের প্রধান সঙ্গী হয়ে উঠেছে ছোটপর্দার ধারাবাহিক। কাজের ফাঁকে, খাওয়ার সময়, এমনকি পরিবারের সঙ্গে বসেও মানুষ আজ সিরিয়ালের গল্পে ডুব দেয়। তাই কোন ধারাবাহিকটি কতটা জনপ্রিয়—সেটা এখন একপ্রকার ঘরের আলোচনার বিষয়।

এই ধারাবাহিকগুলোর ভিতরেই প্রতি সপ্তাহে চলে টিআরপির (TRP) হাড্ডাহাড্ডি লড়াই। কেউ এক সপ্তাহ এগিয়ে থাকলে, পরের সপ্তাহেই পিছিয়ে পড়ে। আবার কোনও সিরিয়াল হঠাৎ করেই রেটিং চার্টে ঝড় তোলে। ফলে প্রতিটি চ্যানেলের কাছে টিআরপি এখন সবচেয়ে বড় অস্ত্র—যার ভিত্তিতে ঠিক হয় জনপ্রিয়তা, গল্পের মোড়, এমনকি চরিত্রের ভবিষ্যৎ।

এ সপ্তাহে টিআরপি তালিকার শীর্ষে অবস্থান করছে ‘পরশুরাম’, ৭.১ রেটিং নিয়ে। খুব কাছেই দাঁড়িয়ে ‘রাঙামতি’, যার স্কোর ৬.৯। তৃতীয় স্থানে রয়েছে ‘রাণী ভবানী’, ৬.৫ রেটিং নিয়ে নিজেদের জায়গা বজায় রেখেছে ধারাবাহিকটি। প্রথম তিনটি সিরিয়ালের মধ্যে প্রতিযোগিতা এতটাই চরম যে সামান্য হেরফেরেই অবস্থান বদলে যেতে পারে।

চতুর্থ স্থানে আছে ‘পরিণীতা’ (৬.৩), আর পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ (৬.১)। অন্যদিকে ট্রেন্ডিং তালিকায় নজর কেড়েছে ‘ও মোর দরদিয়া’ (৫.৯) এবং বহুদিনের জনপ্রিয় সিরিয়াল ‘জগদ্ধাত্রী’ (৫.৮)। দু’টি ধারাবাহিকই টপ ফাইভে না এলেও দর্শক টানার দৌড়ে সমান শক্তিশালী।

আরও পড়ুনঃ ‘চূড়ান্ত নোংরা মানসিকতা বর্ষার…এটা শুধু সিরিয়াল নয়, সমাজের বাস্তব!’ ‘পুরুষদের প্রতি সামাজিক অবিশ্বাসের প্রতিচ্ছবি আরও একবার স্পষ্ট হয়ে গেল!’– ‘চিরসখা’য় গয়না চুরিতে ধরা পড়ে, নতুনকে ধর্ষ’ণের অভিযোগে ফাঁসানোয় বর্ষাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়ছেন দর্শক! প্রশ্ন উঠছে লক্ষ্মীমণির প্রতিক্রিয়া নিয়েও!

দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ টিআরপি তালিকা—
১. পরশুরাম – ৭.১
২. রাঙামতি – ৬.৯
৩. রাণী ভবানী – ৬.৫
৪. পরিণীতা – ৬.৩
৫. চিরদিনই তুমি যে আমার – ৬.১

ট্রেন্ডিং:
ও মোর দরদিয়া – ৫.৯
জগদ্ধাত্রী – ৫.৮

You cannot copy content of this page