দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে কী ছোট পর্দায় ফিরছেন সবার আদরের ‘খড়ি’ শোলাঙ্কি?

বাংলা টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে নতুন নতুন নায়ক নায়িকাদের ছড়াছড়ি। তাদের মধ্যে কেউ কেউ দর্শকদের পছন্দের আবার কেউ কেউ অপছন্দের। আসলে ধারাবাহিকে অভিনয় করে তারকা হয়ে উঠেছেন খুব কম জন‌ই। আর যারা হয়ে উঠেছেন, তাদের বারবার ফিরে পেতে চান বাঙালি দর্শকরা। আর তাদের মধ্যে অন্যতম হলে অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy) ।

বাংলা টেলিভিশনের পর্দায় যখন মিঠাই রাজত্ব চলছিল, সেই সময় জলসার পর্দায় আসে ধারাবাহিক গাঁটছড়া। গৌরব ও শোলাঙ্কির জুটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। এই ধারাবাহিকটি টিআরপি তালিকায় সিংহাসনচ্যুত করেছিল মিঠাই ধারাবাহিককে। বলাই বাহুল্য, তিন জোড়া নায়ক নায়িকা থাকলেও মূলত শোলাঙ্কি এবং গৌরব ছিলেন এই ধারাবাহিকের মূল প্রাণ।

যদিও ধারাবাহিক শেষ হ‌ওয়ার আগেই মূল নায়িকা খড়ি অর্থাৎ অভিনেত্রী শোলাঙ্কি রায় এই ধারাবাহিক ছেড়ে দেন।‌ মূল নায়িকা ধারাবাহিক ছেড়ে দেওয়ার ফলে অনেকটাই মুখ থুবড়ে পড়ে এই ধারাবাহিকটি।‌ দ্বিতীয় প্রজন্মের গল্প নিয়ে ধারাবাহিক এগিয়ে চললেও সেই জনপ্রিয়তা আর ফিরে পায়নি ধারাবাহিক গাঁটছড়া। মূলত শোলাঙ্কি ধারাবাহিক ছাড়তেই তীব্র গতিতে টিআরপি কমতে থাকে গাঁটছড়ার। কিছুদিন চলার পর অবশেষে বিদায়।

আসলে জানা যায়, নিজের শারীরিক অসুস্থতার কারণে ধারাবাহিক ছেড়েছিলেন অভিনেত্রী। টানা সিরিয়ালের শুটিং করার ধকল নিতে পারেননি তিনি। যদি ইচ্ছে নদী ধারাবাহিকের সৌজন্যেই দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। ফের কবে এই অভিনেত্রীকে দেখা যাবে ছোট পর্দায়? আশায় রয়েছেন তার ভক্তরা। পর্দার খড়িকে আবার‌ও পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

আরও পড়ুন: অপবাদ মুছতে রাঙামতির তীরন্দাজির বাজি! গল্পে আসছে উ’ত্তেজনায় ভরা নতুন মোড়

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের কাজ নিয়ে মুখ খুলে ছিলেন অভিনেত্রী, সেখানেই তিনি জানান, এই মুহূর্তে টেলিভিশনে ফেরার পরিকল্পনা তার নেই। গাঁটছড়া পরবর্তী সেই রকম ভালো গল্প‌ও আসেনি তার কাছে। যদি সেই রকম ভালো আগের মতো কাজ পান তবে নিশ্চয়ই ভাববেন। একইসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, টেলিভিশনে দিনে ১৪ ঘণ্টা শ্যুটিং করে আর অন্য কিছু কাজ করা ভীষনই কঠিন তার কাছে।

You cannot copy content of this page